সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত ১৫ ফেব্রুয়ারি পর্দা উঠেছে বিচ ফুটবল বিশ্বকাপের। ১৬ দলের অংশগ্রহণে চলমান এই টুর্নামেন্টে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লাতিনের দেশ ব্রাজিল। তবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে লাতিনের আরেক দেশ আর্জেন্টিনা।
১৬ টি দল চার গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের ম্যাচগুলোতে অংশ নিয়েছে। যেখানে ‘ডি’ গ্রুপে রয়েছে ব্রাজিল এবং ‘বি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে এবং দ্বিতীয় ম্যাচে পর্তুগালকে ৩-২ গোলে হারিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
এদিকে প্রথম দুই ম্যাচে টানা হেরে আসর থেকে অনেকটা ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। আজ (সোমবার) নিজেদের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছে দলটি। এই ম্যাচে স্পেনকে ৫-৪ গোলে হারিয়ে সম্মানজনক ৩ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাহিতির বিপক্ষে ৪-৩ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ৬-৩ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। তাহিতি ৬ পয়েন্ট এবং ইরান ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাই শেষ ম্যাচে জয় পেয়েও বিদায় নিতে হচ্ছে আর্জেন্টিনাকে।
আরও পড়ুন: সর্বকনিষ্ঠ হিসেবে প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে গোল করলেন হয়লুন্দ
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এমটি