Connect with us
ফুটবল

খেলোয়াড় কেনা-বেচায় শীর্ষে ব্রাজিল, তিনে আর্জেন্টিনা

Brazil and Argentina Logo
ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল লোগো। ছবি- সংগৃহীত

ফুটবলে ব্রাজিলের সময়টা বেশ একটা ভালো যাচ্ছে না। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্ব নিয়েও স্বস্তিতে নেই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গেল কাতার বিশ্বকাপেও ফিরেছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। বয়স ভিত্তিক পর্যায়েও ভালো অবস্থানে নেই লতিন আমেরিকার এই দল। তবে ক্লাব ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান ঠিক ধরে রাখতে সক্ষম হয়েছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলেরই ক্লাব ফ্লুমিনেন্স। দলবদলের বাজারেও তারা রয়েছে ভালো অবস্থানে। শীতকালীন খেলোয়াড় কেনা-বেচার বাজারে ব্রাজিল শীর্ষে, এমন তথ্যই জানিয়েছে ফিফা। জানুয়ারির দলবদলের বাজারে সর্বোচ্চ ৪০৯ জন ফুটবলার পাড়ি জমিয়েছে ব্রাজিলে।

এই খেলোয়াড় কিনতে ব্রাজিলের ক্লাব গুলো খরচ করেছে ১২ কোটি ২৬ লাখ ডলার। খেলোয়াড়ের কেনার সংখ্যায় এগিয়ে থাকলেও অবশ্য অর্থ খরচের পরিসংখ্যানে পঞ্চম স্থানে ব্রাজিল। এই তালিকায় ২৯ কোটি ১৯ লাখ ডলার খরচ করে মাত্র ১১৯ জন খেলোয়াড় কিনেছে ফ্রান্স।

খেলোয়াড় রপ্তানিতেও ব্রাজিলের ক্লাবগুলোর অবস্থান সবার উপরে। ২৪৯ জন ফুটবলার রপ্তানি করেছে তারা। এই ফুটবলার বিক্রি করে সর্বোচ্চ ২৫ কোটি ১২ লাখ ডলার আয় করেছে ব্রাজিল। তবে শীতকালীন দলবদলের এই বাজারে খেলোয়াড় রপ্তানির সংখ্যায় একটুর জন্য ব্রাজিলকে টপকাতে পারেনি আর্জেন্টিনা।

আর্জেন্টিনারা খেলোয়াড় রপ্তানি করে ২৪৮। তবে ১০ কোটি ৯৩ লাখ ডলার আয় করে আর্জেন্টিনার অবস্থান চার নম্বরে খেলোয়াড় বিক্রিতে তিন নম্বরে এসেছে ইংল্যান্ড। ১৯৩জন খেলোয়াড় বিক্রি করে ৬ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে ইংলিশ ক্লাবগুলো। ১৭১ জন ফুটবলার রপ্তানি করে আছে যুক্তরাষ্ট্র। তারা আয় করেছে ৩ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ২৫৮ রানের জুটি, ১৮০ রানের বিশাল জয়

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল