Connect with us
ফুটবল

বন্যায় ডুবছে ব্রাজিল, নিজের হেলিকপ্টারে কী পাঠালেন নেইমার?

Crifo Neymar Brazil
বন্যায় ডুবছে ব্রাজিল, নিজের হেলিকপ্টারে কী পাঠালেন নেইমার?

পুরো বিশ্বে যেন প্রাকৃতিক দুর্যোগের মহামারী লেগেছে। মরুর দেশে বন্যা, শীতল দেশে খরা, হঠাৎ তুষারপাত, এলোপাথাড়ি ঝড় কিংবা ভূমিকম্পে একেকটি দেশ বিপর্যস্ত। এরই মধ্যে বন্যা শুরু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। যা দেশটির ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। এই বন্যায় মানুষ যখন বিপদগ্রস্ত তখন এগিয়ে এসেছেন দেশটির ফুটবল সেনসেশন নেইমার।

বন্যায় ডুবছে দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্দে দো সুলে। ডুবে আছে বিমানবন্দর এবং ফুটবল স্টেডিয়াম। দুর্যোগের মুখে পড়া একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় নিজের হেলিকপ্টার পাঠিয়েছেন নেইমার। কিন্তু কী আছে ওই হেলিকপ্টারে, এবং কেন পাঠিয়েছেন? মূলত আটকা পড়া মানুষগুলো উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠিয়েছেন এবং ছোট প্লেন ও খাবার পাঠিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলছে, ব্রাজিলের বন্যায় একশ বেশি মানুষ মারা গেছেন। গৃহহারা হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। অবশ্য বন্যা শুরুর মুহূর্তেই ত্রাণ সাহায্য পাঠিয়ে দেন নেইমার। রিও প্রদেশের জন্য নগদ অর্থও পাঠিয়েছেন তিনি, যদিও আর্থিক অঙ্ক প্রকাশ করেননি।

 

View this post on Instagram

 

A post shared by Neymar Jr (@neymarjr)

নেইমারের অনুপস্থিতিতে পুরো সহায়তার কাজটি দেখবাল করছেন নেইমারের বাবা সিনিয়র নেইমার। ব্রাজিল তারকার ছোট একটি বিমানবোঝাই করে দক্ষিণের ওই অঞ্চলে খাবার পাঠানো হয়, এছাড়া সৌদি আরব থেকে আরেকটি বড় বিমান পাঠিয়েছেন বন্যার্তদের সহায়তায়। সাহায্যের হাত বাড়িয়েই বসে থাকেনননি। সামর্থ্যবানদের প্রতিও দেশবাসীর এ বিপদে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেইমার।

ত্রাণ সহায়তার কথা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়ে নেইমার লিখেছেন, আমি যা করি বা যেভাবে সহায়তা করি তার সবই আমি পোস্ট করে জানাতে পছন্দ করি না। কারণ এ ধরনের কাজ মন থেকে করতে হয়, প্রতিশ্রুতির জন্য নয়। তাই এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে অন্যদেরও এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেওয়া। আমি আমার এয়ারক্রাফটের সকল পাইলট এবং যারা এতে যুক্ত ছিল সবাইকেই ধন্যবাদ জানাই। দূর থেকেই প্রার্থনা করছি যেন সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বাবা আমার দেখভাল করার পাশাপাশি সম্ভাব্য সব উপায়ে সহায়তা করছেন।

অবশ্য শিরোনামে থাকলেও দীর্ঘদিন মাঠে নেই নেইমার। ইনজুরিতে পড়ায় অনেক দিন মাঠের বাইরে আছেন তিনি। সৌদি প্রো লিগের দল আল-হিলালে যোগ দিয়ে খুব বেশিদিন মাঠ মাতাতে পারেননি তিনি। খুব দ্রুতই তাকে মাঠে ফেরানোর চেষ্টায় চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ট্রিপল সেভেন ম্যাজিকে জিতল রোনালদোর আল নাসর

ক্রিফোস্পোর্টস/১০মে২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল