আজ রাতে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগালের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সেলেসাওরা। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা।
পর্তুগালের রাজধানী লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে’তে খেলাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে খেলাটি।
ব্রাজিল ও সেনেগাল এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে। এরআগে ২০১৯ সালে দলটির সাথে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
আজকের ম্যাচে এক রকম পরিক্ষা দিতে হবে সেলেসাওদের। র্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা সেনেগালের তারাকা সাদিও মানে বেশ ফর্মে রয়েছে। অন্যদিকে হাঁটুর ইনজুরিতে ভুগছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। এ কারণে ভিনি-রদ্রিগো জুটির রসায়ন দেখার সুযোগ মিস করতে পারেন সেলেসাও সমর্থকরা।
খেলাটি যেভাবে দেখবেন
দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেল ম্যাচটি সরাসরি দেখাবে না।৷ তবে দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপটি পাওয়া যাবে। অন্যদিকে ফোটমোবে (fotmob) সরাসরি লাইভ স্কোর দেখা যাবে। এছাড়া নিচের এই লিংকে গিয়েও দেখা যাবে লাইভ ম্যাচ- https://online.yalla–live.com/
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২০জুন২৩/এমএ