সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমাম বিচ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আজ ইরানের মুখোমুখি হয়েছে ব্রাজিল। এই ম্যাচে ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেলেসাওরা। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিটেরও কম সময় বাকী থাকতে জয়সূচক গোলটি করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে শনিবার (২৪ ফেব্রুয়ারি) প্রথম সেমিফাইনালে ইরানের মুখোমুখি হয়েছে ব্রাজিল। এদিন ম্যাচের প্রথমেই ২-০ তে এগিয়ে যায় ইরান। ইরানের হয়ে দু’টি গোল করেন মিরশেকারি ও মাসুমি।
প্রথমে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে কামব্যাক করেছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে প্রথম গোলটি শোধ করেছেন অ্যালিসন। এরপর দ্বিতীয় গোলটিও এসেছে তার পা থেকে। দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যালিসন।
শেষ বাঁশি বাজার এক মিনিটেরও কম সময় পূর্বে তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল। সেলেসাওদের হয়ে এই জয়সূচক গোলটি করেছেন ব্রেনদো। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে সেমিফাইনালের আরেকটি ম্যাচে বেলারুশকে পেনাল্টিতে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি।
আরও পড়ুন: অপরাজিত থাকার রেকর্ড গড়ে সবার নজরে জাবি আলোনসো
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এমটি