
আগামী ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বেশ ধুকছে ব্রাজিল। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে জায়গা নিশ্চিত করে রয়েছে ফুরফুরে মেজাজে। তবে এবার আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কাঠগড়ায় তুলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
গত ২৬ মার্চ কনবেমল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। বুয়েন আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালেও ওই ম্যাচে ৪ গোল হজম করেছিল ব্রাজিল। ওই ম্যাচে কিছু বিতর্কিত ঘটনা ঘটেছিল, যা এখন নতুন করে আলোচনায় এসেছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভিযোগ, ওই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিল সমর্থকদের সাথে বর্ণবিদ্বেষমূলক ও অশালীন আচরণ করেছে।

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের অর্ধেক আকর্ষণ থাকে দুদলের দর্শকরা।
সিবিএফের দাবি, এক আর্জেন্টাইন দর্শককে বানরের মতো অঙ্গভঙ্গি করতে দেখেন এক ব্রাজিলিয়ান সমর্থক। তার ভিডিও প্রমাণ হিসেবে জমা দেবে বলেও জানিয়েছে। যার জন্য ফিফার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দেওয়ার দাবি তুলেছে।
আরও পড়ুন
» জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, প্রথমবার টেস্ট দলে সাকিব
» হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা: মাশরাফি
এদিকে অভিযোগের সত্যতা প্রমাণ হলে আর্জেন্টিনাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে। এমনিতেই আর্জেন্টিনা তাদের পরবর্তী হোম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে যাচ্ছে। ফলে, এই অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।
এর আগে ম্যাচে বিলম্ব, বর্ণবিদ্বেষী আচরণ এবং নিরাপত্তাহীনতার কারণে চিলিকে ৫০ শতাংশ গ্যালারি বন্ধ রাখার শাস্তি দিয়েছিল ফিফা। যদিও পরে ফিফার আপিল কমিটি সেটি ২৫ শতাংশে কমিয়ে আনে, তবে তারা স্পষ্ট জানিয়ে দেয়, পুনরায় এমন কিছু ঘটলে শাস্তি আরও কঠোর হবে।
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৫/এজে
