বিশ্ব ফুটবলে সবচেয়ে সফল দলগুলোর একটি লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ফুটবলের বিশ্ব আসর ফিফা বিশ্বকাপে ৫ টি শিরোপা ঘরে তুলেছে তারা। পাশাপাশি যুগে যুগে অসংখ্য বিখ্যাত খেলোয়াড় উঠে এসেছে ব্রাজিল থেকেই। দেশের পাশাপাশি ক্লাব ফুটবলেও বিশ্ব মাতাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলাররা।
ক্লাব ফুটবলে সবচেয়ে জনপ্রিয় ইউরোপিয়ান ফুটবল লিগগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগার মতো জনপ্রিয় লিগগুলোতে স্থানীয় খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও অনেক চাহিদা রয়েছে। পাশাপাশি বিশ্বের আরো অসংখ্য লিগে বিদেশি ফুটবলাররা পাড়ি জমান।
বিশ্বের এই লিগগুলোতে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোর ফুটবলারদের চাহিদা অনেক বেশি। কেননা এ দেশগুলো প্রতি বছরই ভালো মানের ফুটবলার সরবরাহ করে থাকে।
সম্প্রতি খেলোয়াড় রপ্তানিতে শীর্ষে থাকা দেশগুলোর একটি তালিকা তৈরি করেছে সুইজারল্যান্ডের খেলাধুলার পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস)। তারা বিশ্বের ১৩৫টি লিগের ২ হাজার ২০৯টি ক্লাবে কে কোন দেশের ফুটবলার তা অনুসন্ধান করেছে। যেখানে ৬২ হাজার ৯৫৫ জন ফুটবলারের মধ্যে বিদেশি ফুটবলারের সংখ্যা ১৫ হাজার ৩১০ জন। যারা ২০২০–২০২৪ সাল পর্যন্ত সময়ে এসব ক্লাবগুলোতে পাড়ি জমিয়েছেন।
আর এ ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফুটবলার রপ্তানি হয়েছে ব্রাজিল থেকে। যার সংখ্যা ১ হাজার ৩৩৮ জন। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। কিলিয়ান এম্বাপ্পেদের দেশ থেকে ১ হাজার ৯১ জন ফুটবলার বিভিন্ন বিদেশি লিগের ক্লাবগুলোতে খেলছেন।
তৃতীয় স্থানে রয়েছে লাতিনের আরেক দেশ আর্জেন্টিনা। সবশেষ বিশ্বকাপজয়ীদের দেশ থেকে ৯৯৫ জন ফুটবলার বিভিন্ন বিদেশি লিগের ক্লাবগুলোতে খেলছেন।
এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও জার্মানি। ইংল্যান্ড থেকে ৫৮৬ জন এবং জার্মানি থেকে ৪৬৮ জন ফুটবলার পৃথিবীর বিভিন্ন ক্লাব মাতিয়ে বেড়াচ্ছেন।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে লজ্জার রেকর্ড গড়লেন মার্টিনেজ
ক্রিফোস্পোর্টস/১৫মে২৪/বিটি