বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের শুরুটা একদমই আশানুরূপ হয়নি। নিজেদের প্রথম ৮ ম্যাচে ৩ জয়ের বিপরীতে তারা হারের স্বাদ পেয়ে ৪ ম্যাচে। তাই চিলির বিপক্ষে আজ ভোরের ম্যাচ ব্রাজিলের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। জয়ের বিকল্প নেই এমন ম্যাচে শেষ মুহূর্তের কোলে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।
আজ শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির স্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে ২-১ গোলে চিলিকে হারিয়েছে দরিভাল জুনিয়রের দল।
এদিন ম্যাচ ড্র হবে এমনটাই মনে করছিলেন অনেকে। দ্বিতীয় আর্ধের গোটা সময়ে কোন কোলের দেখা না আসলেও ম্যাচের একদম শেষ মিনিটে গিয়ে ফলাফল নির্ধারণ করে ব্রাজিল। জয়সূচক সেই গোল করেন লুইজ হেনরিক। এছাড়াও সেলেসাওদের হয়ে শুরুতে গোল পেয়েছেন ইগোর জেসুস এবং চিলির হয়ে করেন এদুয়ারগো ভার্গাস।
আরও পড়ুন:
» বৃষ্টি ভেজা মাঠে লিড নিয়েও জিততে পারল না আর্জেন্টিনা
» ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারল না বাংলাদেশের মেয়েরা
ম্যাচের শুরুতে এদিন কিছু বুঝে ওঠার আগে গোল হজম করে ব্রাজিল। খেলা শুরুর মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় চিলি। মাঠের ডান প্রান্ত থেকে লম্বা করে বাড়ানো ক্রস লাফিয়ে উঠে হেড করেন ভার্গাস। দারুন হেডে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বিপরীত পাশের পোস্টে বল জড়ান তিনি।
এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর একাধিক চেষ্টা চালায় ব্রাজিল। তবে শুরুর দিকে খুব একটা সফলতা পাচ্ছিল না তারা। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তে যোগ করার সময়ে গোল করে ম্যাচে ফেরে সেলেসাওরা। সতীর্থের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে হেডে গোল করেন ইগোর জেসুস।
তবে ম্যাচের দ্বিতীয় আর্ধে ছন্নছাড়া ফুটবল খেলে উভয় দল। গোলের তেমন একটা ভালো সুযোগ তৈরি করতে পারেনি কেউ। ম্যাচ তাই এগিয়ে যাচ্ছিল ড্র হওয়ার পথে। তবে ম্যাচ শেষ হওয়ার আগে ৮৯তম মিনিটে অসাধারণ এক শটে গোল করেন ব্রাজিলের বদলি নামা ফুটবলার হেনরিক।
এতে করে শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারে ব্রাজিল। লাতিন আমেরিকা ফুটবলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের খেলা ৯ ম্যাচে ৪ জয় ও ৪ হারের পাশাপাশি ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে দরিভাল জুনিয়রের দল। আর ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/এফএএস