নারী ফুটবলের অন্যতম সেরা প্রমীলা খেলোয়াড় মনে করা হয় ব্রাজিলের মার্তা ভিয়েরা দ্য সিলভাকে। গতকাল অলিম্পিকের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ইতি টানলেন নিজের বর্ণিল ফুটবল ক্যারিয়ারের। যেখানে ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে অলিম্পিকের সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছে তার দল ব্রাজিল। এতে করে ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ কিংবা অলিম্পিকের শোনা জয়ের আক্ষেপ নিয়েই ফুটবলকে বিদায় করলেন মার্তা।
এর আগে আরো দুই দফা ব্রাজিলকে অলিম্পিকের ফাইনালে তুলেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। যেখানে প্রতিবারই রূপা জয় করে ক্ষান্ত থাকতে হয়েছিল তাদের। এবারও মার্তা পারলেন না অলিম্পিকের সোনা বাগিয়ে নেওয়ার। নিঃসন্দেহে তিনি ক্যারিয়ারের শেষ অলিম্পিক টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়ে নিজের সেই আক্ষেপ পূরণের স্বপ্ন দেখেছিলেন।
গতকাল শনিবার (১০ আগস্ট) রাতে প্যারিসে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর অলিম্পিকে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল। এই নিয়ে পঞ্চম বারের মতো অলিম্পিকের ফুটবল ইভেন্টে সোনা জিতল তারা। এদিন যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে অলিম্পিকের সোনালী পদক অধরা রয়ে গেল ব্রাজিলের। ম্যাচের ৫৭তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ম্যালোরি শোয়ানসন।
এদিন ম্যাচ শেষের বাঁশি বাজতেই জয়ের উৎসবে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রের ফুটবলার ও গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকরা। অপরদিকে অনেকটাই স্তব্ধ হয়ে থাকে মাঠে থাকা ব্রাজিল ফুটবলাররা। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে এমন পরাজয়ের পরেও শক্ত দেখা গিয়েছে ব্রাজিলের রেকর্ড ৬ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মার্তাকে। ব্যক্তিগত সাফল্যে নিজেকে সব কিছু থেকে ছাপিয়ে গেলেও দলকে বিশ্বকাপ কিংবা অলিম্পিকের সোনালী পদক এনে না দিতে পারার আক্ষেপ রয়েই যাবে তার।
শেষবারের মতো মার্তার কাছে ছিল দলকে বড় কোন সাফল্য এনে দেওয়ার। তবে এত কাছে গিয়েও ব্যর্থ হতে হয়েছে তাকে। এর আগে ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিকের ফাইনালে উঠেছিল মার্তার দল। সেখানেও পরাজিত হয়ে কেবল রোপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। এবারও যুক্তরাষ্ট্রের কাছে হেরে নারী ফুটবলার সর্বকালের সেরা মহাতারকার বিদায় ঘটলো আক্ষেপ নিয়ে।
আরও পড়ুন: সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসায় পিসিবিকে ধন্যবাদ জানাল বিসিবি
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এফএএস