Connect with us
ফুটবল

টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উচিয়ে ধরল ব্রাজিল

Brazil u20 team won Conmebol Sub20
ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ছবি- সংগৃহীত

এর আগে ২০২৩ সালে কলম্বিয়ার মাটিতে দক্ষিণ আমেরিকান যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার ভেনেজুয়েলার মাঠেও নিজেদের সেই ট্রফি ধরে রাখল জুনিয়র সেলেসাওরা। এতে আঞ্চলিক এই টুর্নামেন্টে রেকর্ড সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

এবারের আসরে ব্রাজিলকে শিরোপার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিল আর্জেন্টিনা। আজ উভয় দলের শেষ ম্যাচেই নির্ধারণ হওয়ার কথা ছিল শিরোপা উঠব কার হাতে। যেখানে আজ সোমবার ভোর রাতে চিলির বিপক্ষে মাঠে নেমে ৩-০ গোলের বড় জয় পায় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। আর এতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় দলটির চ্যাম্পিয়ন হওয়া।

এরপর ভোরে পরবর্তী ম্যাচে মাঠে নেমেও কিছু করতে পারেনি আগের ম্যাচ পর্যন্ত ব্রাজিলের সমান পয়েন্ট থাকা আর্জেন্টিনা। উল্টো এদিন প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে শেষ আশা টুকু জলাঞ্জলি দেয় আলবিসিলেস্তেরা।


আরও পড়ুন:

» বার্সেলোনার ম্যাচসহ আজকের খেলা (১৭ ফেব্রুয়ারি ২৫)

» ভারতকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, আগামীকাল প্রস্তুতি ম্যাচে নজর


প্রথম তিন ম্যাচে বড় জয় পাওয়ায় আর্জেন্টিনার তুলনায় গোল ব্যবধানে এগিয়েছিল ব্রাজিল। চতুর্থ ম্যাচে মুখোমুখি দেখায় ড্র হয় উভয় দলের খেলা। তাই আজকের খেলা দুই দলের জন্যই ছিল বেশ গুরুত্বপূর্ণ। যেখানে প্রথমে মাঠে নেমে কিছুটা বিপাকেই পড়েছিল ব্রাজিল। কেননা ম্যাচে প্রথম লিড পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭৪ মিনিট। এদিন দলটির হয়ে শেষ দিকে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো মাথাইস।

এর আগে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় অবশ্য খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল। আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে পরাজিত হয়েই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। নানা সমীকরণ মিলিয়ে কোনভাবে ফাইনাল রাউন্ডে উঠতে সক্ষম হয় ব্রাজিল। এবার দাঁড়ায় যেতে নিল দক্ষিণ আমেরিকার এই আঞ্চলিক যুব চ্যাম্পিয়নশিপ।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল