টাইব্রেকারে মেনুয়েল উগার্তে শেষ পেনাল্টি জালে জড়াতেই উৎসবে মেতে ওঠে উরুগুয়ে। ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করল তারা। এদিকে পেনাল্টিতে হেরে কোপা আমেরিকার চলতি আসর থেকে বিদায় ঘটল ব্রাজিলের। এর আগে নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোল করতে না পারলে ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে।
এদিন ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য ব্যবধানে। উভয় দল রক্ষণে মনোযোগ দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউই। উল্টো ৪১ ফাউলের ম্যাচের ৭৪তম মিনিটে নাহিতান নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। গোলশূন্য সমতায় খেলা শেষ হলে ম্যাচের ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারের প্রথম তিন শটেই অনেকটা পরাজয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের। যেখানে সেলেসাওরা মিস করে দুটি পেনাল্টি। অপরদিকে প্রথম তিন শটের সবকটিতে গোল করে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় উরুগুয়ে। চতুর্থ শট উরুগুয়ে মিস করে বসলে টাইব্রেকার গড়ায় সে শট পর্যন্ত। অবশ্য নিজেদের পঞ্চম পেনাল্টিতে মেনুয়েল গোল করলে ব্রাজিলকে নিতে হয়নি আর নিজেদের শেষ শট।
উরুগুয়ের হয়ে পেনাল্টিতে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেনটাঙ্কার, জর্জিয়ান দে অ্যার্রাসকাইতা ও মেনুয়েল উগার্তে। জোসে মারিয়া জিমেনেজের একটি শট ঠেকিয়ে দিয়েছেন ব্রাজিল গোলকিপার এলিসন। অপরদিকে সেলেসাওদের হয়ে গোল করেছিলেন আন্দ্রেস পেরেইরা ও গেব্রিয়েল মার্টিনেলি। আর মিস করেছেন ডগলাস লুইজ ও এডের মিলিতাও।
এদিকে দুই ম্যাচে হলুদ কার্ড দেখে নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নিষিদ্ধ ছিলেন ব্রাজিলের অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার অনুপস্থিতি লেফট উইংয়ে দারুন ভুগিয়েছে ব্রাজিলকে। প্রথমার্ধে গোলের খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি সেলেসাও ফুটবলাররা। ভিনিসিয়াসের বদলি এই ম্যাচে খেলা রদ্রিগো গোয়েজ হাতছাড়া করেছেন একাধিক সুযোগ।
এদিন ম্যাচের শুরু থেকেই মাঠে ছড়িয়েছে উত্তেজনা। অসংখ্য ফাউলের ম্যাচে দুটি হলুদ কার্ডের সঙ্গে দেখা যায় একটি লাল কার্ডও। প্রথমার্ধে গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধেও সফলতা পায়নি কোন দল। বল দখলে গোটা ম্যাচে এগিয়ে ছিল ব্রাজিল। তবে গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে বেশ অনেকটাই এগিয়েছিল উরুগুয়ে। আগামী বৃহস্পতিবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে উরুগুয়ে।
আরও পড়ুন: টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিতে ইংল্যান্ড
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৪/এফএএস