Connect with us
ফুটবল

ভোরে মাঠে নামছে ব্রাজিল, দলে পরিবর্তনের আভাস

Brazil vs Ecuador, possible eleven
ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ছবি- সংগৃহীত

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভোরে মাঠে নামছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে আতিথ্য দেবে প্যারাগুয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে পরিবর্তনের আভাস মিলেছে।

সবশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। তবে ঘরের মাঠে সফরকারীদের বিপক্ষে নিজেদের সেরা খেলা উপহার দিতে পারেনি সেলেসাওরা। আক্রমণভাগে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তারা। ইকুয়েডরের ৯ শটের বিপরীতে কেবল ১০টি শট নিয়েছল স্বাগতিকরা।

এদিকে ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবে প্যারাগুয়ে। তাই আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তায় থাকবেন কোচ দরিভাল জুনিয়র। তবে প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে আক্রমণভাগে একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ইকুয়েডরের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও লুকাস পাকেতাকে সঙ্গ দেন লুইস হেনরিক।

আরও পড়ুন:

» ইংলিশ অধিনায়কের রেকর্ড গড়ার রাত আজ

» ভারতের গ্রেটার নয়ডায় ‘না’ খেলার সিদ্ধান্ত আফগানদের 

তবে ডানপাশ ধরে খেলা হেনরিক প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তাই প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে তাকে না রাখার সম্ভাবনাই বেশি। এই ২৩ বছর বয়সী উইঙ্গারের পরিবর্তে দেখা যেতে পারে ব্রাজিলের বিস্ময় বালক এনদ্রিককে। ইকুয়েডরের বিপক্ষে বেঞ্চে বসেই কাটান রিয়াল মাদ্রিদের এই তরুণ স্ট্রাইকার।

এক্ষেত্রে ম্যাচের ফরম্যাশনেও পরিবর্তন আসতে পারে। ইকুয়েডরের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে খেলেছিল ব্রাজিল। তবে এন্দ্রিককে শুরুর একাদশে রাখা হলে সেন্টার ফরোয়ার্ডে পজিশনে খেলবেন তিনি, আর রাইট উইঙ্গে পাঠানো হবে রদ্রিগোকে। সেক্ষেত্রে ম্যাচের ফরমেশন হবে ৪-৩-২-১। এছাড়া অন্যান্য জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।

কাতার বিশ্বকাপের পর দীর্ঘদিন খারাপ সময় পার করেছে ব্রাজিল। তবে দরিভাল জুনিয়র দায়িত্ব নেয়ার পর থেকে পাল্টেছে দৃশ্যপট। তার অধীনে সেলেসাওদের জয়ের পরিমাণই বেশি। প্যারাগুয়ের বিপক্ষেও সবশেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে সেলেসাওরা।

সম্প্রতি কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে প্যারাগুয়েকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল সেলেসাওরা। তাই এবারের ম্যাচেও ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামীকাল ভোর ৬টা ৩০ মিনিটে চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে প্যারাগুয়ের মোকাবিলা করবে ব্রাজিল।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, মারকুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, দানিলো, গিলহের্মে অ্যারানা; লুকাস পাকেতা, আন্দ্রে, ব্রুনো গিমারেস; ভিনিসিযুস জুনিয়র, রদ্রিগো, এনদ্রিক।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল