আর মাসখানেক বাদেই শুরু হবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। তবে এরই মধ্যে একটি দুঃসংবাদ পেল ব্রাজিল। এই শেষ সময়ে ইনজুরি হানা দিয়েছে সেলেসাও শিবিরে।
চোখের ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা গোলকিপার এদেরসন মোরায়েস। তার পুরোপুরি সেরে ওঠার সময় নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। যার ফলে আসন্ন কোপা আমেরিকার আগে তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়বে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
এদেরসন ইনজুরিতে পড়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে ম্যানচেস্টার সিটি। কেননা চলতি মৌসুমে সিটির আর দুটো ম্যাচ বাকী রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করতে প্রথমে ওয়েস্ট হামের মুখোমুখি হবে। এরপর এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটিজেনরা।
এই দুটো ম্যাচেই দলের প্রধান গোলকিপার এদেরসনকে পাচ্ছেনা পেপ গার্দিওলার দল। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিটি। বিবৃতিতে জানায়, ‘চোখের সকেটে ছোট ফাটলের জন্য শেষ দুই ম্যাচ মিস করবেন এদেরসন।’
এর আগে গত মঙ্গলবার (১৪ মে) টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় সিটি। এই ম্যাচে হলান্ডের জোড়া গোলে ২-০ তে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ৬২তম মিনিটে হটস্পার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে চোখে ও মুখে আঘাত পান এদেরসন। মাঠে চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পরই তাকে তুলে নেওয়া হয়।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে স্টেডিয়ামের উদ্বোধন করবে যুক্তরাষ্ট্র
ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/বিটি