Connect with us
ফুটবল

কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

American Cup BRAZIL
আসন্ন কোপা আমেরিকায় ডি-গ্রপে ব্রাজিল। ছবি- সংগৃহীত

আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ব্রাজিল দশম শিরোপা জয়ের মিশনে নামবে। তবে মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে বড় ধরনের দুঃসংবাদই পেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরিতে পড়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস।

এডারসন মূলত ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময়। প্রিমিয়ার লিগে ম্যান সিটির হয়ে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল সেভ করতে গিয়ে চোট পান এডারসন।

প্রতিপক্ষ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে চোখের কোটরে আঘাত পান তিনি। ফলে গতকাল (রবিবার) লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয় তাকে। এমনকি আগামী সপ্তাহে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বিতেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

তাই ব্রাজিল দলে এডারসনের বিকল্প খুঁজে নিতে হয়েছে সেলেসাও কোচ দরিভাল জুনিয়রকে। ইতোমধ্যে সাও পাওলোর ব্রাজিলিয়ান গোলরক্ষক রাফায়েলকে কোপা আমেরিকার স্কোয়াডে যুক্ত করেছেন একই ক্লাব থেকে জাতীয় দলের দায়িত্ব নেওয়া দরিভাল।

উল্লেখ্য, এখনো সেলেসাওদের জার্সি গায়ে ম্যাচ খেলা হয়নি সদ্য জাতীয় দলে ডাক পাওয়া রাফায়েলের। তাই জাতীয় দলের অভিষেকে গুরু দায়িত্বই পালন করা লাগতে পারে এই গোলরক্ষকের।

যদিও ব্রাজিল দলে পছন্দের শীর্ষে আছেন লিভারপুল গোলরক্ষক এলিসন বেকারই। সব সময়ের মত আসন্ন কোপা আমেরিকাতেও সেলেসাওদের গোলবারের দায়িত্ব তার কাঁধেই থাকবে। এডারসন জাতীয় দলের স্কোয়াডে থাকা অবস্থায়ও এলিসনই বেশির ভাগ সময়ে ব্রাজিলের গোল পোস্ট সামলাতেন। তাই এবারের কোপা আমেরিকাতেও এর ব্যাত্যয় ঘটার সুযোগ নেই বললেই চলে।

আসন্ন কোপা আমেরিকায় ডি-গ্রপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ; কোস্টারিকা, কলম্বিয়া, প্যারাগুয়ে।

আসন্ন কোপা আমেরিকার আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। ২০ জুন থেকে টুর্নামেন্টটি শুরু হলেও ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টায়। এরপর ২৯ জুন ব্রাজিলের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ প্যারাগুয়ে ও ৩ জুলাই গ্রুপের শেষ ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কলম্বিয়া।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাদের দেখছেন মোহাম্মদ কাইফ

ক্রিফোস্পোর্টস/২০মে২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল