গত অক্টোবর উইন্ডোতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচেই জয় পেয়েছিল ব্রাজিল। এতে কিছুটা স্বস্তি ফিরেছিল সেলেসাও শিবিরে। তবে নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের আগেই আবারও অস্বস্তিতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইয়ের ম্যাচ শুরুর সপ্তাহখানেক আগেই চোটের কবলে পড়েছেন ব্রাজিলের দুই রিয়াল মাদ্রিদ তারকা।
আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে আজ (শনিবার) নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ওসাসুনার বিপক্ষ এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিক ও জুড বেলিংহামের গোল-অ্যাসিস্টে ৪-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এক ব্রাজিলিয়ানের অসাধারণ পারফরম্যান্সের দিনে ইনজুরিতে পড়েছেন দুই ব্রাজিলিয়ান তারকা এডার মিলিতাও ও রদ্রিগো গোয়েস।
ইনজুরির কারণে এল ক্ল্যাসিকো মিস করেন রদ্রিগো। এরপর এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষদিকে নেমে খেলেছিলেন ১৬ মিনিট। তবে আজ ওসাসুনার বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন তিনি। কিন্তু ম্যাচের ২০ মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন:
» ফ্রান্সের হয়ে কেন খেলতে চান না এমবাপ্পে?
» নিজ দেশের সমর্থন পাননি রদ্রি, কত ভোটে হেরেছিলেন ভিনি?
তবে তার ১০ মিনিট পরেই গুরুতর চোট পান মিলিতাও। এরপর স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। রদ্রিগোর চেয়ে তার চোট বেশি গুরুতম মনে হয়েছে। তবে পরীক্ষা-নিরিক্ষার পর বাকিটা জানা যাবে।
এদিকে চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলা ও ঘরের মাঠের উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তবে এই দুই তারকা খেলতে না পারলে দল গোছাতে গিয়ে অস্বস্তিতে পড়বেন কোচ দরিভাল জুনিয়র।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/বিটি