Connect with us
ফুটবল

মারাকানায় মারামারির পর স্তব্ধ ব্রাজিল, শেষ হাসি আর্জেন্টিনার

দীর্ঘদিন পর মাঠে গড়ালো ফুটবল প্রেমীদের কাঙ্খিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মারাকানা স্টেডিয়ামে ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। উত্তেজনাপূর্ণ ম্যাচের বাড়তি উত্তেজনা ছড়ায় সমর্থকদের কেন্দ্র করে। ঘটনা গড়ায় মারামারি পর্যন্ত। তবে ব্রাজিলকে তাদের ঘরের মাঠে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

বুধবার (২২ নভেম্বর) বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। নিরাপত্তারক্ষীদের সাথে সমর্থকরা সংঘর্ষে জড়ালে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর শুরু হয় ম্যাচটি। রোমাঞ্চকর ম্যাচে একমাত্র গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলের জয় এনে দেয় নিকোলাস ওতামেন্ডি।

সমর্থক গ্যালারির মতো মাঠও এদিন ছিল গরম। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াই চলে দুই দলের মাঝে। দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়েও ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়াচ্ছিল মাঠের মধ্যে। এই এক ম্যাচে একটি লাল কার্ড সহ মোট ৩৬ টি ফাউল দেখে ফুটবল বিশ্ব।

ম্যাচের শুরু থেকে আক্রমণ চালাতে থাকে দুই দল। তবে শক্তিশালী প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙতে বারবার ব্যর্থ হচ্ছিল উভয় দল। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম আর্ধেই ১৬ টি ফাউল করে ব্রাজিল। দুই দলের লড়াইয়ে একাধিক সুযোগ সৃষ্টি করেও প্রথম আর্ধে কোন গোলের দেখা পায়নি কেউই। গোল শূন্য ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল ও আর্জেন্টিনা।

তবে দ্বিতীয় আর্ধের শুরুটা ছিল ব্রাজিল ফুটবলারদের ঘিরে। একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হয় তারা। ঘরের মাঠে বিশাল সংখ্যক সমর্থকদের আনন্দে ভাসাতে পারেনি সেলেসাওরা। গোলশূন্য ব্যবধানেই এগুতে থাকে ম্যাচ।

তবে ডেডলক ভেঙে আর্জেন্টিনার হয়ে লিড এনে দেন নিকোলাস ওতামেন্ডি। ম্যাচের ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর নেয়া কর্নার কিক থেকে দারুন হেডে বল জালে জড়ান তিনি। এতেই আনন্দের জোয়ারে ভেসে যায় গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকরা। নিস্তব্ধ হয়ে পড়ে বড় সংখ্যক ব্রাজিল সমর্থক গোষ্ঠী।

গোল হজম করে চাপে পড়ে যায় ব্রাজিল। সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে ফার্নান্দো দিনিজের শিষ্যরা। তবে ম্যাচের ৮১ মিনিটে ডি পাউলকে ফাউল করে লাল কার্ড দেখেন জোলিন্টন। এতে করে দশ জনের দল নিয়ে আরো চাপে পড়ে ব্রাজিল।

শেষ পর্যন্ত কোন দল আর গোল দিতে না পারলে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের খেলা ৬ ম্যাচে পঞ্চম জয় এটি আলবিসেলেস্তেদের। এতে করে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থানে করছে আর্জেন্টিনা।

অন্যদিকে নিজেদের খারাপ সময় থেকে বের হতে পারছে না ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক হারে দিশেহারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের খেলা ৬ ম্যাচে ২ জয়ের পাশাপাশি ১ ড্র ও ৩ হারে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে ব্রাজিল।

ম্যাচের আগে দুদলের জাতীয় সংগীতের সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সমর্থকরা। গ্যালারিপানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দু’দলের ফুটবলাররা। তবে প্রাথমিকভাবে ব্যর্থ হয়ে মাঠ ছেড়ে লকাররুমে চলে যান আর্জেন্টিনা দলের ফুটবলাররা। পরবর্তীতে ম্যাচ গড়িয়েছে আধা ঘন্টা দেরিতে।

আরও পড়ুন: ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল