Connect with us
ফুটবল

হঠাৎ করেই প্রধান কোচকে বরখাস্ত করল ব্রাজিল

Brazil Ednaldo
ফিরে এলেন রদ্রিগেজ, সরে গেলেন দিনিজ। ছবি- সংগৃহীত

ব্রাজিল ফুটবল ফেডারেশনে (সিবিএফ) নানা নাটকীয়তার পর এবার বরখাস্ত হয়েই গেলেন দলটির প্রধান কোচ ফার্নান্দো দিনিজ। একাধিক ঘটনার জন্ম দিয়ে আদালতের নির্দেশে ফের সিবিএফের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে এডনালদো রদ্রিগেজকে। তিনি ফিরে আসতেই বোর্ডের সিদ্ধান্তে দায়িত্ব-চ্যুত করা হলো দিনিজকে। এক অফিসিয়াল বার্তায় এই ঘটনা নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবলের পরিচালনা পর্ষদ।

কাতার বিশ্বকাপের পরপরই ব্রাজিল শিবিরে যুক্ত হয়েছিলেন ফার্নান্দো দিনিজ। ফ্লুমিনেন্সের হয়ে দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাব পাওয়া দিনিজ বেশ একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল জাতীয় দলে এসে। বাজে সময় পার করতে থাকা ব্রাজিলের ধারাবাহিক ব্যর্থতার দায়ে এবার মেয়াদ পূর্তির আগেই ছাঁটাই করা হলো ব্রাজিলের এই প্রধান কোচকে।

ব্রাজিল ফুটবলের পরিচালনা পরিষদ দিনিজের বিদায় নিশ্চিত করা এক অফিসিয়াল বার্তায় তাকে ধন্যবাদ জানিয়ে বলে, ‘ফার্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফার্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাচ্ছি।’

দিনিজের অধীনে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল খেলেছে ৬টি ম্যাচ। যেখানে তাদের অবস্থান খুব একটা ভালো পর্যায়ে নেই। বাছাই পর্বে খেলা ৬ ম্যাচে কেবল ২টিতে জয়ের দেখে পেয়েছে সেলেসাওরা। বাকি ১টিতে ড্র এবং ৩টিতে হারের সুবাদে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে নেমে এসেছে তারা। ফিফা র‍েঙ্কিংয়ের অবনতিও চোখে পড়ার মতো।

২০২৩ সালের ৫ জুলাই এক বছরের মেয়াদে ব্রাজিলের সাথে চুক্তি করেছিলেন দিনিজ। তবে ক্রমাগত ব্যর্থতার দায়ে মেয়াদ পূরণ করার আগেই দায়িত্ব ছাড়তে হলো তাকে। দেশটির আদালতের সিদ্ধান্তে সিবিএফের সভাপতি পদ থেকে রদ্রিগেজকে সরানোর পর থেমে গিয়েছিল তাদের স্বপ্নের কোচ আনচেলত্তিকে ব্রাজিল ডাগআউটে নিয়ে আসার চেষ্টা। এবার দিনিজকে অব্যাহতি দেয়ায় ব্রাজিলকে নামতে হবে নতুন কোচের সন্ধানে।

আরও পড়ুন: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ওয়ানডেসহ আজকের খেলা (৬ জানুয়ারি ২৪)

ক্রিফোস্পোর্টস/০৬জানুয়ারি২৪/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল