কোপা আমেরিকা অঞ্চলে কনমেবল অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ডে টানা জয় পেয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে হারানোর পর ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে সেলেকাও কিশোরী দল। কলম্বিয়া নারী দলের বিরুদ্ধে ১-০ গোলের জয়ে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মেয়েদের ২-০ এবং প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ নারী দলকে ৩-০ গোলে হারায় ব্রাজিলের মেয়েরা। কিন্তু জয় পাওয়াটা সহজ ছিল না। রেবেকা কস্তা ডি সিলভার হেড থেকে আসা গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। যদিও ম্যাচে বারবার আক্রমণ করেছে, সুযোগ তৈরি করেছে। কিন্তু কলম্বিয়ার রক্ষণের কারণে বেশি গোল পায়নি হলুর জার্সিধারীরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় ইকুয়েডরের আলবার্ট স্পেন্সার হেরেরা মডেল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-কলম্বিয়া। ম্যাচের শুরুতে ভালোই খেলে ব্রাজিল। ৩৫ মিনিটের মাথায় দান্তাস ফেরেইরা দস সান্তোসের মাঝমাঠের সামনে থেকে এগিয়ে দেয়া বলে দারুণভাবে মাথা ছুঁইয়ে কলম্বিয়ার জালে বল পাঠিয়ে দেন ১৫ নম্বর জার্সিধারী রেবেকা।
এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ব্রাজিল গোলমুখে ৪টি শট নেয়। অন্যদিকে কলম্বিয়া একবারই গোল বরাবর শট নিতে পারে। তবে এদিন ব্রাজিলের প্লেয়াররা ২৩টি ফাউল করে ৩টি হলুদ কার্ড পায়। আর কলম্বিয়া ৮টি ফাউল করে ২টি হলুদ কার্ড দেখে। ম্যাচের ৫২ শতাংশ বল কলম্বিয়ার দখলে ছিল আর ব্রাজিলের দখলে ছিল ৪৮ শতাংশ।
এদিকে এই জয়ের ফলে ফাইনাল রাউন্ডের ছয় দলের মধ্যে শীর্ষে উঠেছে ব্রাজিল। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট ব্রাজিলের। কোনো গোল না খেয়ে প্রতিপক্ষের জালে ৬টি গোল পেয়েছে দলটি। এদিন প্রথম ম্যাচে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পেরু অনূর্ধ্ব-২০ নারী দলকে হারিয়েছে ভেনিজুয়েলা।
লাতিন আমেরিকা অঞ্চলের ১০টি দেশ নিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ১১তম এই আসর বসেছে ইকুয়েডরে। দুই গ্রুপ থেকে ৬টি দল খেলছে ফাইনাল রাউন্ডে। ‘এ’ গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে প্যারাগুয়ে, পেরু ও আর্জেন্টিনা। আর ‘বি’ গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে কলম্বিয়া, ব্রাজিল ও ভেনেজুয়েলা। গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে ও ইকুয়েডর। আর গ্রুপ ‘বি’ থেকে বিদায় নিয়েছে চিলি ও বলিভিয়া।
আরও পড়ুন: ফুটবলে নতুন ইতিহাস, পুরুষদের ম্যাচে তিনজনই নারী রেফারি
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/এজে