Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভোরে মাঠে নামবে ব্রাজিল

Brazil
ব্রাজিল দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই ব্রাজিল। গত বছর বাছাই পর্বে খেলা নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে ৫ জয়ের বিপরীতে তারা পরাজিত হয়েছে ৪ ম্যাচে। বাকি ৩ ম্যাচ হয়েছে ড্র। সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে বাছাই পর্বের বাকি ম্যাচগুলো তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

চলতি বছর মার্চের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আগামীকাল ভোরে খেলতে নামবে ব্রাজিল। ঘরের মাঠে বাংলাদেশ সময় ৬টা ৪৫ মিনিটে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। ১২ ম্যাচে ১৯ নিয়ে কলম্বিয়া রয়েছে চতুর্থ অবস্থানে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পরবর্তী অবস্থানেই আছে ব্রাজিল।

আরও পড়ুন:

» আইপিএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» ভারত শিবিরে বড় ধাক্কা, মালদ্বীপকে হারিয়েও নেই স্বস্তি

এদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বেশ উড়ন্ত অবস্থায় রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে। ১২ ম্যাচে এখন পর্যন্ত ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় অবস্থানে থাকা উরুগুয়ে সমান ম্যাচ খেলে বাগিয়ে নিয়েছে ২০ পয়েন্ট। আর কলম্বিয়ার সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইকুয়েডর।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শুরুটা একদমই ভালো করতে পারেনি ব্রাজিল। একের পর এক ম্যাচ হেরে নিজেদের অবস্থান শোচনীয় করে ফেলেছিল দলটি। তবে গেল বছর শেষ দিকে পরপর কিছু ম্যাচ জিতে নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়েছে ব্রাজিল। এখন সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকলেও শঙ্কা কাটেনি পুরোপুরি।

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল