Connect with us
ফুটবল

কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচের সূচি

Brasil and Argentina
আগামীকাল থেকে পর্দা উঠবে কোপা আমেরিকা আসরের। ছবি - সংগৃহীত

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। আগামীকাল (শুক্রবার) ভোর ছয় টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে মহাদেশীয় এই টুর্নামেন্টটির ৪৮ তম আসরের। অপর দিকে, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের কোপা আমেরিকার মিশন শুরু করবে আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এবারের আসরে কনমেবল অঞ্চলের ১০ দল ছাড়াও কনকাকাফ অঞ্চলের আরও ৬ দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা। যেখানে তুলনামূলক কঠিন গ্রুপে (এ গ্রুপ) পড়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিলি ও পেরু। সে তুলনায় কিছুটা হলেও সহজ প্রতিপক্ষ পেয়েছে ভিনিসিয়ুস জুনিয়রদের ব্রাজিল। গ্রুপ ‘ডি’ তে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।

২৬ দিনের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের খেলা চলবে ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। ৪ থেকে ৬ জুলাই হবে কোয়ার্টার ফাইনালের খেলা। দুই সেমিফাইনাল হবে ৯ ও ১০ জুলাই। ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে ১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ৪৮ তম আসরটির পর্দা নামবে।

আরও পড়ুন : কোপার আগেও র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা

কোপা আমেরিকার চারটি গ্রুপ –

গ্রুপ এ : আর্জেন্টিনা, চিলি, পেরু, কানাডা

গ্রুপ বি : মেক্সিকো, ভেনেজুয়েলা, ইকুয়েডর, জ্যামাইকা

গ্রুপ সি : উরুগুয়ে, বলিভিয়া, পানামা, যুক্তরাষ্ট্র

গ্রুপ ডি : ব্রাজিল, কোস্টারিকা, কলম্বিয়া, প্যারাগুয়ে

ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচের সূচি 

তারিখসময়ম্যাচভেন্যু
২৫ জুনমঙ্গলবার সকাল ৭ টাব্রাজিল-কোস্টারিকাসোফি স্টেডিয়াম
২৯ জুনশনিবার সকাল ৭ টাব্রাজিল-প্যারাগুয়েঅ্যালিজায়ান্ট স্টেডিয়াম
০৩ জুলাইবুধবার সকাল ৭ টাব্রাজিল-কলম্বিয়ালেভি’স স্টেডিয়াম

আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচের সূচি

তারিখসময়ম্যাচভেন্যু
২১ জুনশুক্রবার সকাল ৬ টাআর্জেন্টিনা-কানাডামার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম
২৬  জুনবুধবার সকাল ৭ টাআর্জেন্টিনা-চিলিমেটলাইফ স্টেডিয়াম
৩০ জুনরোববার সকাল ৬ টাআর্জেন্টিনা-পেরুহার্ড রক স্টেডিয়াম

ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল