চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করলেও এখনো পারেনি ব্রাজিল। সেই লক্ষ্যে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভোরে (৩ জুলাই) গ্রুপ টপার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ‘ডি’ গ্রুপের দুইয়ে থাকা ব্রাজিল। শেষ আটে জায়গা করে নিতে কাল ড্র করলেই চলবে সেলেসাওদের। কিন্তু যদি হেরে যায়, তবে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে দরিভাল জুনিয়রের দলকে।
তবে কোপা আমেরিকার ৪৮ তম আসরের শুরুটা খুব একটা সুখকর হয়নি ২০১৯ সালের চ্যাম্পিয়নদের। শুরুতেই দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে আসর শুরু করে ভিনিসিয়ুসরা। সাথে দলের সাম্প্রতিক ফর্মও তেমন সায় না দেয়ায় চারদিকে হায় হায় রব উঠে যায় সেলেসাওদের ঘিরে। কিন্তু গ্রুপের দ্বিতীয় ম্যাচেই বড় জয় তুলে নিয়ে নিজেদের আসল রূপের জানান দেয় ব্রাজিল। সে ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় ভিনি-রদ্রিগোরা।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সে ম্যাচে জোড়া গোল করে সমালোচকদের কড়া জবাব দেন তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়াও ব্রাজিলের বাকি দুই গোল করেন স্যাভিও ও লুকাস পাকেতা। এই জয়ের পর ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে সেলেসাওদের বর্তমান পয়েন্ট ৪। অন্য দিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে হামেস রদ্রিগেজের কলম্বিয়া। তিনে থাকা কোস্টারিকার ১ পয়েন্ট ও ০ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে প্যারাগুয়ে।
আরো পড়ুন : বিশ্বকাপ জয়ের পর পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে কাল তাই ফর্মে থাকা কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে জিততে হবে অথবা ড্র করতেই হবে। তাহলে সহজেই তারা শেষ আটের টিকিট পাবে। কিন্তু ব্রাজিল যদি ন্যূনতম ব্যবধানেও কাল পা হড়কায় আর কোস্টারিকা যদি ৩-০ ব্যবধানে প্যারাগুয়েকে হারাতে পারে তাহকে ব্রাজিলকে হটিয়ে শেষ আটে পৌঁছে যাবে কোস্টারিকা। তাই ঝুঁকিমুক্ত থাকতে কাল কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে এক পয়েন্ট হলেও নিতে হবে।
ব্রাজিল-কলম্বিয়ার ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে। একই দিন একই সময়ে যুক্তরাষ্ট্রের কিউটু স্টেডিয়ামে মুখোমুখি হবে কোস্টারিকা ও প্যারাগুয়ে।
ক্রিফোস্পোর্টস/০২জুলাই২৪/এমএস