লাতিন আমেরিকার দেশ মানেই জমজমাট ফুটবল। ওই অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলেও দ্বিতীয় ম্যাচে হলোও তাই। পেরুকে হারাতে গিয়ে ঘাম ঝরেছে ব্রাজিলের। শেষ সময়ে গোল করে ব্রাজিলকে জিতিয়েছেন ডিফেন্ডার মার্কুইনোস। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল সেলেকাওরা।
বিশ বছরের বেশি সময় ধরে ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে খেলছে ব্রাজিল। কিন্তু বারবার খালি হাতে ফিরতে হচ্ছে সেই ২০০৬ সাল থেকে। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের শুরু থেকেই নিজেদের দাপট দেখাচ্ছে নেইমাররা। আজ পেরুকে হারাতে গিয়ে খেই হারাতে বসেছিল দলটি।
পেরুর রাজধানী লিমার ন্যাশনাল স্টেডিয়ামে জমজমাট ম্যাচের ৯১ মিনিটে গোল দেন মার্কুইনোস। নেইমারের কর্নার থেকে উড়ে আসা বল পাঠিয়ে দেন পেরুরর জালে। আর ওই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। ডিফেন্সে খেলেও নেইমারের পাস থেকে গোলের পর প্রশংসায় ভাসছেন মার্কুইনোস।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পরবর্তী ম্যাচ আবারও এক মাস পর। আগামী ১৩ অক্টোবর নেইমাররা খেলবে ভেনিজুয়ালের বিরুদ্ধে।
আরও পড়ুন: মেসিকে ছাড়াই বড় ব্যবধানে জিতলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৩/এজে