দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর মাঠের ফুটবলে ফিরেছেন নেইমার জুনিয়র। গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের জার্সিতে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। চোট কাটিয়ে মাঠে ফিরে আসায় নেইমারকে অভিনন্দন জানিয়েছে ব্রাজিল।
আজ মঙ্গলবার ভোরে নিজেদের অফিসিয়াল ফেসবুক একাউন্টে লম্বা পোস্ট করে নেইমারকে স্বাগত জানিয়েছে ব্রাজিল ফুটবল। নেইমারকে বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় উল্লেখ করে মাঠে ফেরার জন্য অভিনন্দন জানিয়েছে ব্রাজিল। এছাড়া নতুন করে যাত্রা শুরু করার জন্য শুভকামনা জানানো হয়েছে নেইমারকে।
ব্রাজিল ফুটবল সেই বার্তায় বলে, ‘মাঠে ফিরে আসার জন্য নেইমারকে অভিনন্দন। তুমি ব্রাজিলিয়ান ফুটবলের জাদু ও প্রতিভার প্রতিনিধিত্ব কর। নতুন যাত্রার জন্য তোমায় শুভকামনা। প্রায় ৩৬৯ দিন পর নেইমারকে মাঠে ফিরতে দেখে বেশ আনন্দিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।’
আরও বলা হয়, ‘ এই সোমবার ২১ অক্টোবর সৌদি আরবের আল হেলালের হয়ে মাঠে ফেরায় নেট দুনিয়া কাপিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও মাঠে যে কয়েক মিনিট খেলেছেন তাতে নিজের প্রতিভার পুনরায় জানান দিয়েছেন নেইমার। আবারো ১০ নম্বর জার্সি পড়ে দেখা যাবে নেইমারকে।’
আরও পড়ুন:
» প্রোটিয়াদের বড় লিড, অস্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
» দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরলেন নেইমার জুনিয়র, পেলেন জয়
‘ব্রাজিল জাতীয় দলের শীর্ষ গোলদাতা হাঁটুর গুরুত্ব আঘাতে এক বছরেরও বেশি সময় ইনছুরিতে ছিলেন। তবে এবার তিনি ফিরেছেন যে ফুটবল খেলা সব থেকে বেশি পছন্দ করেন সেটিতে। বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারকে মনে রাখা হয়েছে ও অভিনন্দন জানাই সিবিএফের পক্ষ থেকে’– যোগ করা হয় পোস্টে।
গতকাল দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আল আইনের বিপক্ষে ম্যাচের ৭৭ তম মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন নেইমার। এদিন শেষ পর্যন্ত আল আইনকে ৫-৪ গোলে পরাজিত করে হিলাল। আগে থেকেই ক্লাবের কোচ জর্জ জেসুস সুখবর দেখে রেখেছিলেন, এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন নেইমার।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৪/এফএএস