Connect with us
ফুটবল

ব্রাজিলের ফুটবলাররা দেশের জন্য নয়, ক্লাবের জন্য খেলে : রোমারিও

বিশ্বকাপ হাতে রোমারিও। ছবি- সংগৃহীত

গত কয়েক বছর ধরে বড় কোনো অর্জন নেই ব্রাজিল ফুটবল দলের। সবশেষ সাফল্য এসেছিল ২০১৯ সালে কোপা আমেরিকায়। এরপর আর কোনো আন্তর্জাতিক শিরোপা জেতেনি সেলেসাওরা। তবে বিশ্বকাপের মঞ্চে আরও বেশি হতাশ করেছে দলটি। গত দুই যুগ ধরে কোনো বিশ্বকাপ শিরোপার দেখা পায়নি পাঁচ আসরের চ্যাম্পিয়নরা।

বড় মঞ্চে বার বার ব্যর্থ হলেও দলীয় শক্তিমত্তায় কোনো কমতি ছিল না। তবে গত কয়েক বছরে বেশ অবনতি হয়েছে দলটির। বিশেষ করে কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর যেন নিজেদের হারিয়ে খুঁজছে সর্বোচ্চ বিশ্বকাপজয়ী দলটি।

তবে আগের মতো এখনও ব্রাজিল দলে বড় বড় তারকা ফুটবলাররা খেলছেন। ইউরোপ মাতানো ফুটবলাররাই প্রাধান্য পান জাতীয় দলে। তবে ক্লাবের পারফরম্যান্সের সঙ্গে জাতীয় দলের পারফরম্যান্সের বেশ তফাৎ রয়েছে। ক্লাবে তারা নিয়মিত সাফল্য পেলেও জাতীয় দলে এলেই তাদের পারফরম্যান্সে ভাটা পড়ে। আর এ নিয়েই কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোমারিও।

আরও পড়ুন:

» চট্টগ্রামে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

» নতুন করে শাস্তি পেলেন তাওহীদ হৃদয় 

এই কিংবদন্তি স্ট্রাইকার মনে করেন, বর্তমানে ব্রাজিল জাতীয় দলের ফুটবলারদের মধ্যে আগের মতো জয়ের ক্ষুধা নেই। তারা এখন জাতীয় দলের জন্য নয়, ক্লাবের জন্য খেলে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, “আমাদের সময় ফুটবলারদের জয়ের জন্য তীব্র ক্ষুধা ছিল। এখনকার খেলোয়াড়রা যদি বুঝতে পারে, জয় পেতে হলে জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকা কতটা জরুরি, তাহলে হয়ত তারা আবার সফল হতে পারবে।”

তিনি আরও বলেন, “আমি দেখি, এখনকার খেলোয়াড়রা ক্লাবের হয়ে অনেক বেশি খাটছে, কিন্তু জাতীয় দলের জন্য ততটা পরিশ্রম করে না। তারা ইচ্ছা করে খেলায় পরিশ্রম কমিয়ে দেয় কিনা জানি না, তবে মনোভাবের পার্থক্য স্পষ্ট। আমাদের সময়ে ক্লাবের পাশাপাশি জাতীয় দলের আমরা জীবন দিয়ে খেলতাম। এটা ছিল বড় একটা পার্থক্য।”

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপজয়ী রোমারিও ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচে ৫৫ গোল করেছিলেন। তিনি ১৯৮৯ ও ১৯৯৭ সালে কোপা আমেরিকা এবং ১৯৯৭ সালের কনফেডারেশনস কাপ শিরোপা জিতেছেন।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল