ফুটবলের দেশ ব্রাজিল। যেখানে রয়েছে তারকা ফুটবলারের ছড়াছড়ি। কেউ কেউ তো আবার থিতু হন অন্য কোনো দেশে। তেমনভাবে এক সময়ের সুপারস্টার অস্কার দীর্ঘদিন চীনে পেশাদার ফুটবল খেলেছেন। সম্প্রতি নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার। তিনি খেলেন ১১ নম্বর জার্সি পরে।
দীর্ঘদিন চীনে পেশাদার ফুটবল খেলার পর এবার তিনি ব্রাজিল ফুটবলে ফেরার পরিকল্পনা করছেন। তার এই সিদ্ধান্ত শুধু ভক্তদের জন্যই নয়, ব্রাজিলীয় ফুটবলের জন্যও একটি বিশেষ বার্তা। চীনে তিনি দারুণ পারফরম্যান্স দেখালেও আন্তর্জাতিক পর্যায়ে তার উপস্থিতি কমে যায়। ব্রাজিল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে মাঠে দেখার জন্য।
অস্কার তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে। এরপর ইন্টারনাসিওনাল এবং ইউরোপের অন্যতম সেরা ক্লাব চেলসিতে খেলে নিজেকে বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হিসেবে প্রমাণ করেন। তবে ২০১৭ সালে তিনি চীনের সুপার লিগের ক্লাব সাংহাই পোর্টে যোগ দিয়ে ফুটবল ক্যারিয়ারকে নতুন পথে পরিচালিত করেন।
আরও পড়ুন:
» ইয়েশার প্রিয় ক্রিকেটার সাকিব, মুগ্ধ বাংলাদেশের আতিথেয়তায়
» বছরের শেষ ম্যাচটাও জিততে পারলো না ব্রাজিল
» কে এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার? খেলতে চান বাংলাদেশের হয়ে
ব্রাজিলের জাতীয় দলের হয়ে অস্কার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের বিশ্বকাপ তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। যদিও সেই বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল, তবুও অস্কারের পারফরম্যান্স ছিল উজ্জ্বল।
জার্মানির বিপক্ষে সেই ম্যাচটি ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক দিনগুলোর একটি। পুরো ম্যাচে ব্রাজিলীয় দল যখন অসহায়ভাবে জার্মান আক্রমণ সামলাতে ব্যর্থ হচ্ছিল, তখন অস্কার দলের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন। ৯০ মিনিটে তার করা সেই গোলটি ব্রাজিলের জন্য কোনো জয় আনতে না পারলেও, অস্কারের লড়াকু মানসিকতার পরিচয় দেয়।
জানা গেছে, দেশে ফিরে আবারও ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতেই যোগ দিয়েছেন তিনি। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে আমি খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’
হুট করে কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে খোলাসা করে বলেননি কিছুই। শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন পরিবার এবং নিজের দেশের মাটিতে খেলতে চাওয়ার তাগিদই ফিরিয়ে এনেছে অস্কারকে। দীর্ঘ সাত বছর চীনে কাটানোর পর অস্কার হয়তো তার শিকড়ের প্রতি ফিরে যেতে চান। তাছাড়াও ব্রাজিলের ফুটবল লিগে অভিজ্ঞ খেলোয়াড়দের ভূমিকা গুরুত্বপূর্ণ। অস্কারের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের উপস্থিতি দেশীয় ফুটবলে নতুন শক্তি যোগাবে।
অস্কারের দেশে ফেরার খবরে ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা ব্রাজিলীয় ফুটবলের নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য উদাহরণ হবে। দেশের জার্সিটা আবারো গায়ে জড়াবেন কিনা তা এখনো বলেননি তিনি।অস্কারের দেশে ফেরা শুধু একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন নয়, এটি ব্রাজিলীয় ফুটবলে নতুন দিগন্তের সূচনা হতে পারে। ব্রাজিলের ফুটবলপ্রেমীরা আশা করছেন, অস্কার আবারও দেশের ফুটবলে জ্বলে উঠবেন।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/আইএইচআর/এজে