লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের অভিষেকটা রাঙিয়েছেন ব্রাজিলিয়ান ‘বিস্ময় বালক’ ফিলিপ এনদ্রিক। গোল পেয়েছেন— গড়েছেন ইতিহাস। রিয়াল ভ্যালাদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শীষ্যরা।
ম্যাচে একটি গোল এনদ্রিকের। মাত্র ১৮ বছর ৩৫ দিন— স্পেনের বাইরের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় গোলের কীর্তি গড়লেন তিনি।
রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালাদোলিদকে আতিথ্য দেয় লস ব্লাঙ্কোসরা।
এদিন ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে একে ভ্যালাদোলিদের জালে তিনটি গোল দিয়েছে ফেডেরিকো-এনদ্রিকেরা। ম্যাচে রিয়ালের হয়ে তিনটি গোল করেন ফেডেরিকো ভালভার্দে, ব্রাহিম দিয়াজ ও এনদ্রিকে।
আরও পড়ুন :
» এবার মামলায় বাফুফে সভাপতির নাম
» সাকিবের নামে ‘মিথ্যা মামলা’, বলছেন মমিনুল
» এমন দুর্যোগ যেভাবে ছুঁয়ে গেল ক্রীড়াঙ্গণ
ম্যাচে প্রথম সুযোগ আসে রিয়ালের ঘরে। নবম মিনিটে মাঝমাঠ থেকে আন্টোনিও রুডিগার উঁচু করে বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে এমবাপ্পের বাঁ পায়ের হাফ ভলি ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এছাড়া ম্যাচের ১৬তম মিনিটে আরও একটি সুযোগ পান ভ্যালাদোলিদ। ডি বক্সের বাইরে থেকে ডারউইন মাচিসের শট রিয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়।
গোল শূন্য থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টে যায় দৃশ্যপট। ভ্যালাদোলিদ গোলরক্ষকের প্রাচীর ভেঙে ৫০ মিনিটে ফেডেরিকো ভালভার্দে গোল আদায় করে নেন। ফ্রি কিক থেকে গোল পান এই উরুগুয়েন মিডফিল্ডার।
পরে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠে রিয়াল- ৮৮ মিনিটে আরও একটি গোল করে রিয়ালকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াজ। পরে যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এনদ্রিক। এমবাপ্পের বদলি নেমে সফলতা পান তিনি।
লা লিগায় দুই ম্যাচ খেলে এখনো গোলশূন্য ফরাসি তারকা মবাপ্পে।
এদিকে লিগের শুরুটা ভালো হয়নি এমবাপ্পেদের। প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে রিয়াল।
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এসএ