Connect with us
ফুটবল

কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

ব্রাজিল-কোরিয়া ম্যাচ। ছবি- সংগৃহীত

কলোম্বিয়ায় অনুষ্ঠিত হয়েছে এবারের অনূর্ধ্ব-২০ নারী ফিফা বিশ্বকাপ। যেখানে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গতকাল রাতে উত্তর কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা।

গতকাল রোববার দিবাগত রাতে মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও কোরিয়া। সেখানে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।

এদিন ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করে কোরিয়া। মাঝ মাঠের লড়াইয়ে বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। তবে গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অসংখ্য দারুণ আক্রমণ করে কোরিয়া।

ম্যাচের ৩২তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। তবে ব্রাজিলের পোস্টে বাধা পেয়ে যায় কোরিয়ান ফুটবলারের নেয়া শট। একাধিক আক্রমণ রুখে দেয় ব্রাজিলের শক্ত ডিফেন্স লাইন ও গোলরক্ষক।

গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ডেডলক ভাঙেন কোরিয়ান অধিনায়ক আন-ইয়াং চায়। ডি বক্সের বাইরে সতীত্বের কাছ থেকে বল পেয়ে পজিশন নেন তিনি। এরপর দারুন শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে আন-ইয়াং।

এরপর ম্যাচের ফেরার একাধিক চেষ্টা চালায় ব্রাজিল। তবে কোন সফলতা পায়নি তারা। শেষ পর্যন্ত কোরিয়ার কাছে ১-০ গোল ব্যবধানে হেরে বিশ্বকাপের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেরা সাফল্য হিসেবে এর আগে সর্বোচ্চ দুবার সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল।

এদিকে তাদের আরেক চিরপ্রতিদ্বন্দ্বী এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল শেষ ষোলো রাউন্ড থেকেই। অপর দিকে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল দ্বিতীয় রাউন্ডে।সেখানে কেমেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তারা।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠাবে ভারত

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল