ব্রাজিল দলের দুঃসময় যেন কাটছেই না। কাতার বিশ্বকাপের পর থেকে ক্রমশ অবনতি হচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনেও সাফল্য ধরা দিচ্ছে না সেলেসাও শিবিরে। সবশেষ কোপা আমেরিকায়ও ভালো করতে পারেনি তারা। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয় দলটি। তেমনিভাবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও ধুকছে তারা।
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের সেপ্টেম্বর উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলেছে লাতিন অঞ্চলের দেশগুলো। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল। ঘরের মাঠের ইকুয়েডরকে হারাতে বেশ বেগ পেতে হয়েছিল দরিভাল জুনিয়রের শিষ্যদের। তবে অপর আরেকটি ম্যাচে হেরেছে তারা।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বাছাইপর্বে নিজেদের অষ্টম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। তবে র্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ পিছিয়ে থাকা দলটির কাছে ১-০ গোলের লজ্জাজনক হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা।
এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে ব্রাজিল। এই হারে বাছাই পর্বের পয়েন্ট তালিকায়ও বেশ বিপজ্জনক অবস্থানে নেমে গেছে সেলেসাওরা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে অবস্থান করছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ২০২৬ বিশ্বকাপে তাদের কোয়ালিফাই করা নিয়েও বেশ শঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন:
» ক্রিকেটারদের নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবেন বিসিবি বস ফারুক
» চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পর হারলো ব্রাজিলও
প্যারাগুয়ের কাছে লজ্জাজনক হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে দলের এই অবস্থা থেকে উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার।
প্যারাগুয়ের বিপক্ষে হারের পর ভিনি বলেন, ‘খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। যেভাবেই হোক এই অবস্থা থেকে ব্রাজিলকে বের করে আনতে চাই। এখন সবাই দেশে ফিরে পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলতে হলে এবং জিততে হলে কী করতে হবে সেটা নিয়ে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী ম্যাচগুলো জিততে পারলে মন শান্ত হবে। তখন খেলার ধরনও পাল্টে যাবে। এই পরাজয়ের জন্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমাদের সময়টা খুব কঠিন যাচ্ছে, চেষ্টা করছি উন্নতি করার।’
ব্রাজিলের ম্যাচ হারার অন্যতম কারণ হলো দলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রের অনুপস্থিতি। আক্রমণভাগে তার অভাব এখনো পূরণ করতে পারেনি দলটি। আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। যেখানে তাদের প্রতিপক্ষ চিলি ও পেরু। এই ম্যাচগুলো দিয়ে পুনরায় মাঠে দেখা যেতে পারে নেইমারকে।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/বিটি