Connect with us
অন্যান্য

ব্রাজিলের ষষ্ঠ শিরোপার লক্ষ্য আজ, ফাইনালে প্রতিপক্ষ ইতালি

crifo Brazil 2024
বিচ সকার বিশ্বকাপে আজ ফাইনাল খেলবে ব্রাজিল

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলছে বিচ সকার বিশ্বকাপ। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আবারও ফাইনালে উঠেছে ব্রাজিল। এবার তাদের সামনে ষষ্ঠ শিরোপা জয়ের সুযোগ। ষষ্ঠ শিরোপার লক্ষ্যে খেলতে নামা ব্রাজিলের প্রতিপক্ষ প্রথম শিরোপার অপেক্ষায় থাকা ইতালি।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ১২তম বিচ সকার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে ফিফা + প্লাস ওয়েবসাইটে।

এর আগে পাঁচবার ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল বিচ সকার টিম। তাছাড়া ২০১১ সালে ফাইনালে হেরে যায় তারা। অন্যদিকে ইতালি এর আগে মাত্র দুইবার ফাইনাল খেলেছে। ২০০৮ সালে ব্রাজিলের কাছে হেরে এবং ২০১৯ সালে পর্তুগালের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় আজ্জুরিদের।

এবারের আসরে প্রথম সেমিফাইনালে ইরানের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের প্রথমেই ২-০ তে এগিয়ে যায় ইরান। প্রথমে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে কামব্যাক করে ব্রাজিল। পেনাল্টি থেকে প্রথম গোল শোধ করেন অ্যালিসন। এরপর দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যালিসন। শেষ বাঁশি বাজার এক মিনিটেরও কম সময় আগে ব্রেনদোর গোলে ফাইনালে পা রাখে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে সেমিফাইনালের আরেক ম্যাচে বেলারুশকে পেনাল্টিতে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইতালি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে ড্র হয় ইতালি-বেলারুশ ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়ে শিরোপা নিষ্পত্তির ম্যাচে জায়গা করে নেয় ইতালি।

এর আগে গ্রুপ ডি থেকে ওমান, পর্তুগাল ও মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। আর গ্রুপ এ থেকে মিশর ও যুক্তরাষ্ট্রকে হারালেও আরব আমিরাতের কাছে হেরে নকআউট পর্বে ওঠে ইতালি। কোয়ার্টার ফাইনালে ইতালি ৫-২ গোলে হারায় তাহিতিকে। আর ব্রাজিল ৮-৪ গোলের ব্যবধানে হারায় এশিয়ার দল জাপানকে।

টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজই মুখোমুখি হবে ইরান ও বেলারুশ।

আরও পড়ুন: বৃষ্টি আইনে শেষ ম্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য