Connect with us
ফুটবল

ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়ে ব্রাজিলের ইতিহাস

Brazil's history as the host of the football World Cup
২০২৭ ফিফা নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। ছবি- সংগৃহীত

২০১৪ সালে ছেলেদের ফিফা বিশ্বকাপ আয়োজনের পর এবার নারী বিশ্বকাপের আয়োজক হয়েছে ব্রাজিল। প্রথমবারের মত নারীদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল লাতিন আমেরিকার দেশটি। সাম্বা ফুটবলের দেশ ব্রাজিল ২০২৭ ফিফা উইমেন্স বিশ্বকাপ আয়োজন করবে।

ব্রাজিল ছাড়াও আরও তিন ইউরোপীয় দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি যৌথভাবে এই আসরের আয়োজক হতে ফিফার কাছে প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু আজ শুক্রবার (১৭ মে) ব্যাংককে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিলের কাছে ধোপে টিকেনি তারা। আয়োজক হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রতিযোগী তিন দেশ ভোট পায় ৭৮ টি। অপরদিকে আয়োজকের দায়িত্ব পাওয়া ব্রাজিল পায় ১১৯ ভোট।

এই তিন ইউরোপীয় দেশ ছাড়াও আরও দুই উত্তর আমেরিকার দেশ ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আয়োজক হতে চেয়েছিল। তারা হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। কিন্তু ভোটের আগে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়ে ভোটাভুটি থেকে সরে দাঁড়ায় দেশ দু’টি।

পেলে-নেইমারদের দেশের ফিফা কংগ্রেসে এমন একচ্ছত্র আধিপত্যের অবশ্য কিছু যৌক্তিক কারণও আছে। এর অন্যতম হলো ব্রাজিলের স্টেডিয়াম সংখ্যা বেশি। ২০১৪ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তখন ১০ টি স্টেডিয়াম নির্মাণ করেছিল দেশটি। এছাড়া ব্রাজিলের বাণিজ্যিক সম্ভাবনাও বাকি দেশগুলোর চেয়ে বেশি ছিল। এ বিষয়ে দেশটির সরকারও বেশ সহযোগিতাপূর্ণ।

আয়োজক হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনাল্দো রদ্রিগেজ। নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল, লাতিন আমেরিকার নারী ফুটবলের বিজয়ে আমরা শামিল হতে পারবো। এটা আমাদের অহংকার না তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা নারীদের জন্য সেরা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি।’

আরও পড়ুন: দেশের হয়ে খেলার চেয়ে শান্তি অন্য কোথাও নেই: তাসকিন

ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল