
২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে চলছে লড়াই। কোনো কোনো দল আছে সমীকরণ মেলানোর খেরোখাতা নিয়ে। এবারের আসরে ব্রাজিলও আছে সেই কাতারে। ২০০২ সালের পর আর শিরোপা জিততে না পারা ব্রাজিল এবারের বাছাইপর্বেও রয়েছে টেবিলের বেশ তলানীর দিকে। আজ আবার মাঠে নামছে দলটি।
শুক্রবার সেহরির পরই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিতে আসন্ন ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই নেইমারদের সামনে।

১৬ মাস পর জাতীয় দলে ফিরেও শেষ মুহূর্তে বাদ পড়েন নেইমার।
আগামী ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে এই ম্যাচটি চরম গুরুত্বপূর্ণ দরিভাল জুনিয়রের শিষ্যদের। কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করেছিল ব্রাজিল। ১৬ মাস পর জাতীয় দলে ফিরেও শেষ মুহূর্তে বাদ পড়ে যান সুপারস্টার নেইমার।
আরও পড়ুন:
» বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভোরে মাঠে নামবে ব্রাজিল
» আইপিএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি
এই ম্যাচে ব্রাজিল কোন ফরম্যাটে খেলবে এবং একাদশ কেমন হবে তা নিয়ে ভক্তদের বিশ্লেষণের শেষ নেই। নেইমারের খেলা দেখার সুযোগ খুব কাছে এসেও পূরণ হচ্ছে না। এছাড়া চোটের কারণে ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসনও ছিটকে গেছেন। পরে স্কোয়াডে ডাক পড়ে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং ফিলিপে এন্ড্রিকের।

মাঠে ঘাম ঝরাতে ব্যস্ত রদ্রিগো-ভিনিরা।
ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে কোচ দরিভাল যেভাবে লাইনআপ সাজিয়েছিলেন সেটাই কালকের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে দেখা যেতে পারে। ফুটবল বিষয়ক ওয়েবসাইট নাইনটি মিনিট ডটকম ম্যাচ প্রিভিউ রিপোর্টে বলেছে ব্রাজিল আজকের এই ম্যাচ খেলবে ৪-২-৩-১ ফরম্যাটে।
আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের উলভারহ্যাম্পটনের হয়ে নজরকাড়া পারফর্ম করা ম্যাথুস কুনহাকে। পরে তার বদলি নামতে পারেন ব্রাইটনে খেলা জোয়াও পেদ্রো।

বাছাইপর্বে আজ কলম্বিয়াকে হারাতে চাইবে ব্রাজিল।
ভিনিসিয়ুস-রদ্রিগো-রাফিনহাদের ফরোয়ার্ড ও এটাকিং মিডফিল্ডাররা প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখবে। অ্যালিসন বেকারের গোলবার সামলানো একপ্রকার নিশ্চিত। আর মার্কিনিয়োস, মাগালায়েসদের সঙ্গে গুইলার্মে অ্যারানা ও ভেন্ডারসন রক্ষণভাগ সামলাবেন।
ব্রাজিলের সম্ভাব্য লাইনআপ (৪-২-৩-১): অ্যালিসন বেকার, ভ্যান্ডারসন, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, অ্যাগুইলার্মে রানা, গিয়ারসন, গুইমারেস; রদ্রিগো, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথুস কুনহা।
বদলি নামতে পারেন: মাগালায়েস, জোয়াও পেদ্রো ও নেইমার।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৫/এজে
