মাঠের খেলায় অসাধারণ ফুটবল নৈপুণ্যে দর্শকদের মন কেড়েছে বারবার। এবার অসুস্থ ব্যক্তির সাহায্যে এগিয়ে এসে প্রশংসার জোয়ারে ভাসছেন পর্তুগিজ তারকা ব্রনো ফার্নান্দেজ। মূলত বিমানে তাঁর পাশের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে সেইসময় তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন ব্রুনো।
জাতীয় দলের হয়ে উয়েফা নেশস লিগের ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে বিমানে চড়ে ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। মূলত আগামী সোমবার জাতীয় দলের ম্যাচকে সামনে রেখে এই সফর। সঙ্গী হিসেবে ছিলেন সতীর্থ দিয়াগো দালোভাও। এসময় হঠাৎই তাঁর পাশের এক যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন এই ম্যানইউ তারকা।
বিমানের অন্য একজন যাত্রী সুজনা লসনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘ব্রুনো তাঁর প্রয়োজনে বিমানের টয়লেটে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর হঠাৎ চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। এসময় বিমানের ক্রুসহ আমরা অনেকে সেখানে যায়। এরপর গিয়ে দেখি ব্রুনো একজন অজ্ঞান ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন এবং অজ্ঞান ব্যক্তিকে ধরে একটি সীটে বসান। এরপর ওই ব্যক্তির জ্ঞান না ফেরা পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।’
ব্রুনোর সাহায্য করার মানসিকতা দেখে মুগ্ধ হন সুজানাসহ বিমানের বাকি সকলে। এসময় সুজানা ব্রুনোর সাথে সেলফি তুলতে চাইলে ব্রুনো নিজেই হাসিমুখে সেলফি তোলেন। সুজানা সেটা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন।
উল্লেখ্য গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে ৩-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে একটি গোলও করেন ব্রুনো। এবার জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে লিসবনে যাত্রা করেছেন। সেখানে পর্তুগালের জার্সিতে আগামী ১৬ ও ১৯ নভেম্বর যথাক্রমে পোল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন ব্রুনো ফার্নান্দেজ।
আরো পড়ুন : ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে, সরাসরি দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/এসআর