এভাবে বললে খুব বেশি বলা হবে না- ‘অবশেষে থামলেন সুপারম্যান’। ৪৫ বছরে তুলে রাখলেন নিজের গ্লাভস জোড়া। আর দাঁড়াবেন না গোলপোস্টের নীচে। হ্যাঁ বলছি ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের কথা।
তিন দশকের বেশি সময় ধরে ফুটবলে নিজের জাত চেনাচ্ছেন বুফন। বুধবার সন্ধ্যায় টুইট করে অবসরের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিলেন বুফন। গোলপোস্টের নীচে আর দেখা যাবে না জিজিকে। স্বর্ণাক্ষরে নাম লিখে রাখতে যা যা করার দরকার সবই তিনি করেছেন।
তিনি ফুটবল ইতিহাসের একমাত্র গোলরক্ষক, যার ৫০০ ক্লিনশিটের সঙ্গেই রয়েছে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। জিতেছেন ২০০৬ সালের বিশ্বকাপও। ১০টি সিরিআ খেতাব জেতা বুফন সর্বকালের সেরা কিংবদন্তী গোলকিপারদের তালিকাতে থাকবেন।
বিদায়লগ্নে বুফন ট্যুইটারে মাত্র কয়েক’টি শব্দই লিখেছেন। ‘এটাই সব বন্ধুরা। তোমরা আমাকে সব দিয়েছ, আমিও আমার পুরোটাই দিয়েছি। আমরা একসঙ্গে দীর্ঘ পথ যাত্রা করেছি।
১৯৯৫ সালে ইতালিয়ান ক্লাব পার্মাতে সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন বুফন। ২০০১ সালে যান জুভেন্টাসে। ২০১৮ পর্যন্ত সেখানে খেলে এক মৌসুম পিএসজিতে খেলে আবার যান তুরিনের বুড়িদের ডেরায়। এরপর ২০২১-২৩ পর্যন্ত পার্মাতে খেলেই ক্যারিয়ার শেষ করলেন কিংবদন্তী।
আরও পড়ুন: ঐতিহ্যের লড়াই অ্যাশেজের আদ্যোপান্ত
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৩/এজে