Connect with us
ক্রিকেট

নারীদের নয়, পরিবেশ বদলানোর দাবী জানালেন বুমরাহ

জসপ্রিত বুমরাহ। ছবি- ক্রিকইনফো

গোটা ভারত বর্তমানে ফুঁসে আছে নারী চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক শিক্ষানবিশ নারী চিকিৎসকের সঙ্গে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। বিষয়টি সকলের প্রকাশ্যে আসলে গত সাত দিন যাবত কলকাতাসহ বিভিন্ন রাজ্যে চিকিৎসকদের আন্দোলন চলছে। এবার এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ভারতের তারকা পেস বোলার জসপ্রিত বুমরাহ।

নারী চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সকল প্রকৃত অপরাধীদের প্রকাশ্যে এনে শাস্তি দেওয়ার দাবিতে বেশ কিছুদিন যাবত উত্তাল ভারত। এরই সাথে দেশটিতে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও উঠেছে। যার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতীয় ক্রিকেটার বুমরাহ নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন। যেখানে তিনি নারীদের বদলানোর পরিবর্তে আমাদের পরিবেশকে বদলানোর আহ্বান জানিয়েছেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে স্টোরিতে বুমরাহ লিখেছেন, ‘মেয়েদের পথ বদলাতে বলবেন না, বরং আমাদের পরিবেশ বদলান। সকল নারী উপযুক্ত পরিবেশের দাবীদার।’ এতে করে নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা হতে চান না বুমরাহ। তিনি চান, নারীরা যাতে নিরাপদে ও সম্পূর্ণ নিরাপত্তার সাথে বাঁচতে পারে এই সমাজে।

কলকাতার সেই মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে গেল ৯ আগস্ট। শিক্ষানবিশ সেই নারী চিকিৎসকের লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেবল একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, ওই ব্যক্তিকে সামনে এনে এই হত্যাকাণ্ডের বাকিদের আড়াল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: এক যুগ পর টেস্ট প্রত্যাবর্তনের দিনে ১৭ উইকেট দেখল গায়ানা

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট