Connect with us
ক্রিকেট

‘বুমরাহ শুধু ক্রিকেটার নয়, মেন্টরও’ : আকাশদীপ

Bhumra
জাসপ্রিত বুমরাহ ও আকাশদীপ। ছবি - সংগৃহীত

নিঃসন্দেহে ভারতের পেস বোলিং লাইন আপ বিশ্বসেরা। আর এই বোলিং লাইনের আপের নেতা জাসপ্রিত বুমরাহ। এবার সেই বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন আকাশদীপ। বললেন বুমরাহ শুধু ক্রিকেটারই নন এখন সে মেন্টরও।

ভারতীয় ক্রিকেট দলের বোলিং লাইন আপে এখন বুমরাহ – শামিদের গোধুলি লগ্নে এসে থেমেছে। কিন্তু এখনও নিজেদের পারফরম্যান্সে মুগ্ধ করে যাচ্ছে ক্রিকেট প্রেমীদের। কিন্তু বয়স এখন তাদের পক্ষে কথা বলছে না। কারণ টিম ইন্ডিয়ার এই দুই পেসারের বয়স ৩০ এর ঘরে। যা ফাস্ট বোলারদের জন্য ক্যারিয়ারের সেকেন্ড হাফ। যদিও জিমি আন্ডারসনের মতো অনেকে ফিটনেস ধরে রেখে বোলিং করেন। তবে জাসপ্রিত বুমরাহ ইদানিং বেশিই চোটে জর্জরিত হয়ে পড়ছেন।

তাই ক্যারিয়ারের শেষ সময়ে এসে বুমরাহ শুধু নিজেই খেলছেন না সেই সাথে উঠতি তরুণ ফাস্ট বোলারদের মেন্টরিংও করতেছেন। দিচ্ছেন নানা রকম বোলিং টিপস।বিশ্বসেরা পেস বোলিং লাইন আপ ধরে রাখতে বুমরাহর এই প্রচেষ্টা। বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ব্যাটারকে ঘায়েল করা যায়, কিভাবে কন্ডিশন বুঝে বোলিং করতে হয়।

সম্প্রতি চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন আকাশদীপ।এর আগে ইংল্যান্ড সিরিজেও খেলেছেন তিনি। তখন থেকেই বুমরাহ তাঁকে নিয়মিত টিপস দিয়ে থাকেন। একজন ব্যাটসম্যানের মন বুঝতে পারলে তাঁকে আউট করা সহজ হয়ে যায়। সে বিষয়েও দেন পরামর্শ। সে একপ্রকার মেন্টর দাবি আকাশের।

এসময় আকাশদীপ বলেন, ‘ আমি বুমরাহর বোলিং ফলো করি এবং পরামর্শও নেয়। সে বাকিদের থেকে ভিন্ন। তার থেকে পাওয়া টিপসগুলো আমি মাঠে প্রয়োগের চেষ্টা করি। যখন বোলিং করতে হবে তখন মাইন্ডসেট কেমন রাখতে হবে সেটাও সে আমাকে জানিয়েছে।’

অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। কিছুদিন আগে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেন ১৫ উইকেট। বুদ্ধিদীপ্ত বোলিংয়ের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতছাড়া হওয়া ম্যাচটা বাঁচান একাই। আকাশদীপ বলেন, ‘ জাসপ্রীত বুমরাহর জুতোয় পা গলানোর সাহস কারও নেই। ওর বোলিংয়ের বিষয় ব্যাপক জ্ঞান আছে। ব্যাটারের মানসিকতা বোঝার ক্ষমতা ব্যাপক, তার মধ্যে ইশ্বরপ্রদত্ত ক্ষমতা রয়েছে কিছু।’

আরো পড়ুন : কানপুরের উইকেটে কেমন হতে পারে বাংলাদেশের পরিকল্পনা?

 

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট