Connect with us
ক্রিকেট

প্রথম ভারতীয় পেসার হিসেবে অনন্য কীর্তি গড়লেন বুমরাহ

crifo spotrs Jasprit bumrah
প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসির র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরাহ। ছবি- ক্রিকইনফো

আইসিসির র‌্যাঙ্কিং মানেই শীর্ষস্থানগুলো থাকে ভারতীয়দের দখলে। কিন্তু আড়াই হাজারেরও বেশি টেস্ট ম্যাচ পর নতুন দৃশ্য দেখলো ক্রিকেট বিশ্ব। আর সেখানে শীর্ষস্থানে দেখা গেছে এক ভারতীয় পেস বোলারের নাম। যা আগে কখনো দেখা যায়নি। প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসির টেস্ট বোলিংয়ের শীর্ষে নাম লিখিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

সদ্য প্রকাশিত রিপোর্টে আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিং তালিকা শীর্ষ স্থান দখল করেছেন বুমরাহ। তিন ধাপ এগিয়ে সতীর্থ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ৮৮১ রেটিং নিয়ে সিংহাসন দখলে নেন বুমরাহ। তৃতীয়স্থানে নেমে যান অশ্বিন। দুই আছেন কাগিসো রাবাদা। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে পনেরতম স্থানে আছেন তাইজুল ইসলাম।

সদ্য শেষ হওয়া বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ। ১০৬ রানে ম্যাচটি জিতে ইংলিশদের বিপক্ষে সিরিজে সমতা আনে ভারত। সিরিজের প্রথম ম্যাচ হারলেও বুমরাহর আগুনে বোলিংয়ে ওই ম্যাচে জয় পায় ভারত।

তবে প্রথম পেসার হিসেবে শীর্ষে এলেও ভারতীয় হিসেবে প্রথম নন। ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেন বুমরাহ। এর আগে ভারতের পক্ষে বিভিন্ন সময়ে শীর্ষে উঠেছিলেন তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও বিষাণ সিং বেদি।

ভারতীয় পেসারদের মধ্যে র‌্যাংকিংয়ে সর্বোচ্চ দুইয়ে উঠেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয়স্থানে ছিলেন কপিল।

এর আগে এই তালিকায় বুমরাহর সেরা অবস্থান ছিলো তৃতীয়। বুমরাহর আগে ২০১০ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তৃতীয়স্থানে উঠেছিলেন ভারতের সাবেক পেসার জহির খান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে দুটি সেঞ্চুরিতে ১১৮ ও ১০৯ রান করে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের দুইয়ে স্টিভেন স্মিথ ও তিনে জো রুট। বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে ১৮তে আছেন লিটন দাস।

অন্যদিকে টেস্টে অলরাউন্ডারে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ব্যাটে-বলে দক্ষতার এই র‌্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন জাদেজার স্বদেশী রবীচন্দ্রন অশ্বিন আর তিনে বাংলাদেশের সাকিব আল হাসান।

আরও পড়ুন: ঢাকার বিপক্ষে সিলেটের স্বস্তির জয়

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট