Connect with us
ক্রিকেট

৪৭ বছরের রেকর্ড ভেঙেই মাঠ ছাড়ল বুমরাহ, দুশ্চিন্তায় ভারত

Jasprit Bumrah
মাঠ ছাড়ছেন বুমরাহ। ছবি- ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রিত বুমরাহ। আজ সিডনি টেস্টের দ্বিতীয় দিন ৪৭ বছরের রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি করেছেন এই ভারতীয় পেসার। তবে এরপরই ধাক্কা খায় সফরকারীরা; মাঠ ছাড়তে হয় বুমরাহকে।

দিনের দ্বিতীয় সেশনে অস্বস্তি নিয়ে এই তারকা পেসার মাঠ ছাড়ার আগে গড়েছেন এক সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। আগের দিন শেষ বেলায় উসমান খাজার উইকেট তুলে নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার গুলাম বোদির সমান এতদিনের সর্বোচ্চ ৩১ উইকেট শিকার করেছিলেন বুমরাহ। আজ দিনের শুরুতে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে একক ভাবে এক সিরিজে সর্বোচ্চ ৩২ উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচের দ্বিতীয় দিন আজ সকালের প্রথম সেশনে বেশ কিছু ওভার বোলিং করেছিলেন জসপ্রিত বুমরাহ। এরপর দ্বিতীয় সেশনের শুরুতে এক ওভার বোলিং করার পরেই অস্বস্তিতে ভুগতে থাকেন এই তারকা পেসার। এক পর্যায়ে মাঠ ছেড়ে উঠে যান ভারতীয় এই অধিনায়ক। জসপ্রিত বুমরাহ চলে গেলে মাঠে ভারতের নেতৃত্ব সামলাচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি।


আরও পড়ুন:

» পেনাল্টি মিস, লাল কার্ড হজম, তবুও শেষের ঝলকে জিতল রিয়াল

» জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে ইতিবাচক মেহেদী মিরাজ


মাঠ ছাড়ার কিছুক্ষণ পর একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা যায় বুমরাহকে। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। ঠিক কি ধরনের অস্বস্তি অনুভব করছেন জসপ্রিত বুমরাহ, তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। তার শারীরিক বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড– বিসিসিআই।

Jasprit Bumrah going out from stadium

স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন বুমরাহ।

বুমরাহ স্টেডিয়াম ছাড়ার পর ধারাভাষ্য কক্ষ থেকে সুনীল গাভাস্কার বলেন, ‘সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরাহ। ভারতের জন্য এটা ভালো খবর নয়। ও দলের জন্য অনেক পরিশ্রম করে। এ কারণে ওর শরীরের ওপর অনেক চাপ পড়ে।’

অবশ্য বুমরাহ চলে যাওয়ার পর বোলিংয়ে খুব বেশি অসুবিধায় পড়তে হয়নি ভারতকে। ১৮১ রানের মধ্যেই স্বাগতিকদের অলআউট করে মোহাম্মদ সিরাজ-প্রসিধ কৃষ্ণরা। এর আগে প্রথম ইনিংসে ভারত করেছিল ১৮৫ রান। দ্বিতীয় দিনেই টেস্টের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে সফরকারীরা। তবে এবার দেখার বিষয় চতুর্থ ইনিংসের আগেই এই টেস্টে যোগ দিতে পারেন কিনা ভারতের গুরুত্বপূর্ণ বোলার জসপ্রীত বুমরাহ।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট