বিপিএলের ২৫তম ম্যাচে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচে খুলনাকে ৫ উইকেটে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে সিলেট। শেষদিকে রুবেলের এক ওভারে ৩ ছয় ও ১ চারের মারে সিলেটের জয় নিশ্চিত করেছেন রায়ান বার্ল।
মিরপুরে প্রথমে ব্যাট করে এনামুল হক বিজয়ের ৬৭, হাবিবুর রহমান সোহানের ৪৩ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিওতে ৪ উইকেটে ১৫৩ রানের পুজি পায় খুলনা। সিলেটের হয়ে ১টি করে উইকেট নেন সামিত প্যাটেল, সানজামুল ইসলাম ও রেজাউর রহমান।
জবাবে ১ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট। সিলেটের হয়ে হ্যারি টেক্টর ৬১, মিথুন ২৪ এবং শেষদিকে রায়ান বার্ল ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। খুলনার হয়ে মার্ক দেয়াল ৩টি উইকেট শিকার করেন।
চলতি আসরে প্রথম চার ম্যাচেই জিতেছে খুলনা টাইগার্স। তবে শেষ তিন ম্যাচে টানা হেরেছে দলটি। অপরদিকে আসরের শুরুতে ভরাডুবিতে থাকা সিলেট স্ট্রাইকার্স প্রথম ৭ ম্যাচে ১ জয় পেলেও শেষ দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
এই জয়ে পয়েন্ট টেবিলে সিলেটের অবস্থানে কোন পরিবর্তন আসেনি। ৯ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে দলটি। দুই ম্যাচ কম খেলে ৪ জয়ে টেবিলের চারে খুলনা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ১৫৩/৪ (২০ ওভার)
সিলেট স্ট্রাইকার্স: ১৫৯/৫ (১৯ ওভার)
ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী
আরও পড়ুন: পাকিস্তানকে বিদায় করে যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এমটি