উয়েফা চ্যাম্পিয়নস লিগে উড়তে থাকা নিউক্যাসলকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। অন্যান্য লীগ মিলিয়ে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষ হারের স্বাদ নিলো ম্যাগপাইরা। তবে আরেকটি ম্যাচে ইয়ং বয়েজ এর বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নেয় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
গত ৫ অক্টোবর গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ফরাসি জায়ান্ট পিএসজিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় নিউক্যাসল। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই মাটিতে পড়ে গেল তারা। ঘরের মাঠেই পরাজিত হয়েছে ডর্টমুন্ডের কাছে।
বুধবার (২৬ অক্টোবর) রাতে সেইন্ট জেমস পার্কে মুখোমুখি হয় নিউক্যাসেল-বুরুশিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ডর্টমুন্ড। কিন্তু মালানের নেওয়া শট রুখে দেয় গোলকিপার নিক পপ। ১০ মিনিটের মাথায় আরো একটি সেভ দিয়ে দলকে রক্ষা করেন পপ। এরপর আর তেমন বড় কোন সুযোগ তৈরি করতে পারেনি কোন দল।
প্রথমার্ধের শেষ দিকে এসে ৪৫ মিনিটের মাথায় এগিয়ে যায় সফরকারীরা। ডটমুন্ডের হয়ে গোলটি করেন ফেলিক্স নমিছা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেও আর গোলের দেখা পায়নি নিউক্যাসল। শেষ পর্যন্ত ১-০ গোলেই পরাজয় বরণ করে নেয় তারা।
অন্য ম্যাচে ইয়ং বয়েজের সাথে সহজেই জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইয়ং বয়েজের মাঠে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি সফরকারী সিটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানুয়েল আকাঞ্জির গোলে এগিয়ে যায় সিটি। কিন্তু তার চার মিনিট পরই গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে ইয়ং বয়েজরা।
তবে এই সমতা বেশিক্ষণ বিরাজ করেনি। ৬৭ তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন হল্যান্ড। ৮৬ তম মিনিটে দলকে আবারও এগিয়ে দেন হল্যান্ড। তার জোড়া গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় পায় সিটি জায়ান্টরা। তিন ম্যাচে তিনটিতেই জয় নিয়ে গ্রুপ জি- এর টেবিল টপার সিটি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় বার্সেলোনার
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৩/এমটি/এজে