Connect with us
ক্রিকেট

তবে কি দেশে ফেরা হচ্ছে না, কানপুরেই হলো সাকিবের শেষ?

shakib al hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ভারত সিরিজ চলাকালেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। আর ঘরের মাঠে ভক্তদের সামনে নিতে চেয়েছিলেন শেষ বিদায়। আর সেজন্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচে দলে রাখা হয়েছিল এই টাইগার অলরাউন্ডারকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট খেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছিলেন সাকিব। প্রথমে সেখান থেকে তিনি পৌঁছান দুবাইয়ে; আর দুবাই থেকে সরাসরি আসার কথা ছিল বাংলাদেশে। তবে গতকাল মধ্যরাতে সাকিবের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নতুন নাটকীয়তা।

নিরাপত্তা জনিত কারণে সেই মুহূর্তে তাকে দেশে ফিরতে বারণ করা হয়। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া পর্যন্ত দুবাইয়েই অবস্থান করতে বলা হয় সাকিবকে। ধারণা করা হচ্ছিল নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করে তাকে দেশে ফেরার অনুমতি দেয়া হতে পারে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আপাতত দেশে ফেরা হচ্ছে না সাকিবের।

শোনা যাচ্ছে আজ বিকেল নাগাদ এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, দেশে ফেরা অনেকটাই স্থগিত হয়ে গেছে সাকিবের। আর যদি সত্যই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে দেশে ফিরতে না পারেন সাকিব, তবে ভারতের কানপুরেই হয়ে রইবে তার ক্যারিয়ারের অন্তিম টেস্ট ম্যাচ।

আরও পড়ুন:

» সাফের শিরোপা বাংলাদেশে ধরে রাখতে চান সাবিনা খাতুন

» র‍্যাংকিংয়ে উন্নতি তাসকিন-হৃদয়দের, অবনতি অধিনায়ক শান্তর

সম্প্রতি সাকিবের দেশে ফেরার খবরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করছেন অসংখ্য বিক্ষুব্ধ নাগরিক। স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে বেশ কুরুচিপূর্ণ বার্তা দেয় প্রতিবাদী সমাজ। মূলত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনের চেষ্টা করা স্বৈরাচার সরকারের দোসর হিসেবে তাকে আখ্যা দিচ্ছেন সে সকল বিক্ষুব্ধ জনতা।

যদিও অসংখ্য সাকিব ভক্তদের চাওয়া ঘরের মাঠে নিজের শেষ বিদায় নেবেন প্রিয় তারকা ক্রিকেটার। এ বিষয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও চান দেশের মাটিতে শেষ ম্যাচ খেলুক সাকিব। তার দেশে ফেরা নিয়ে অনেকটা নমনীয় হয়ে এসেছিল বিসিবি ও অন্তর্বর্তী সরকার। তবে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন কিনা তা এখন দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট