প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেশে ফিরেছিল বাংলাদেশ দল। গ্রুপ পর্বে তুলনামূলক ভালো খেললেও সুপার এইটে রীতিমতো বিপর্যস্ত হয়ে ফিরেছে টাইগাররা। ভালো মন্দের মিশেলে শেষ হওয়া সেই মেজর টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তির হিসেবে ছিল কিছু চমক জাগানো নতুন ক্রিকেটার খুঁজে পাওয়া। যার মধ্যে তরুণ পেসার তানজিম হাসান সাকিব অন্যতম।
বল হাতে টাইগারদের পেস ইউনিটের মূল ভরসা হিসেবে বিশ্বকাপে নিজেকে প্রকাশ করেছিলেন এই টাইগার পেসার। গোটা টুর্নামেন্টে তিনি শিকার করেন প্রতিপক্ষের ১৪ উইকেট। দারুন সব পারফরমেন্সে তিনি প্রশংসা কুড়িয়েছেন সকলের। এবার আসন্ন পাকিস্তান সিরিজেও ওয়ানডের বিবেচনায় নিঃসন্দেহে থাকবেন তিনি। তবে শোনা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে লাল বলের সিরিজেও তাকে নিয়ে ভাবছে বিসিবি।
আগামী মাসে টাইগার জাতীয় দল পাকিস্তান সফর করার আগে বাংলাদেশ ‘এ’ দল যাবে দেশটিতে। যেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফরের দুই আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াডেই নাম রাখা হয়েছে তানজিম সাকিবের। আর এতে করেই প্রশ্ন উঠছে, তবে কি জাতীয় দলের টেস্ট বিবেচনায় ‘এ’ দলের হয়ে তাকে পরীক্ষা করে দেখা হবে?
তানজিম সাকিব টেস্ট খেলবেন কিনা এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সে ভালো প্লেয়ার (সাকিব), ভালো বোলার। আসলে আগে ওর সুযোগ আসেনি বলেই লাল বলে খেলা হয়নি। আর তাকে নতুন করে আহামরি দেখার কিছুই নেই। আসলে এখানে (‘এ’ দলে) তাকে প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে।’
‘এ’ দলের সফর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে আসার পরীক্ষা না হলেও জুনিয়র সাকিবের খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি, ‘জাতীয় দলের সিলেকশনের জন্য এই সফর করা হয়েছে তেমন নয়, তবে কিছু ক্ষেত্রে তো পারফরম্যান্স দেখতেই পারে। তবে মূলত এটা কেবল প্র্যাকটিসের জন্যেই করা। বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেটার প্রস্তুত করার জন্য আর কি। সামনে আমাদের লঙ্গার ভার্সনের অনেক খেলা রয়েছে, তাই প্র্যাকটিস হিসেবে এই সফর।’
এদিকে সাম্প্রতিক সময়েই গণমাধ্যমে নিজের টেস্ট খেলার প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন জুনিয়র সাকিব, ‘আসলে লাল বলে খেললে বোলিংয়ের লাইন লেন্থ অনেক ইম্প্রুভ করা যায়। আমি সেই চেষ্টাই করব। আসলে ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরমেটেই ভালো জায়গায় বল করা গুরুত্বপূর্ণ। তাই টেস্ট ক্রিকেটে কত সময় ভালো জায়গায় টানা বল করতে পারতেছি সেদিকে নজর থাকবে।’
আরও পড়ুন: অলিম্পিক: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ!
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এফএএস