Connect with us
ক্রিকেট

তবে কি হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি?

আইসিসির সূচিতে আসন্ন মেজর টুর্নামেন্ট- আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এরই মাঝে দেশটিতে খেলতে যাওয়া নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে ভারত। অপরদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও কোন ছাড় দিতে এবার ছিল না রাজি। তাই বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসর নিয়ে তৈরি হয়েছিল ধোয়াসা।

২০১২ সালের পর নিরাপত্তার কারণে দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলে না প্রতিবেশী দুই দেশ- ভারত ও পাকিস্তান। গেল এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই সেবার ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বদলে খেলা হয়েছিল শ্রীলঙ্কায়। তবে আগের বার ছাড় দিলেও এবার শুরুতেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছিল পিসিবি।

যদিও এবার কিছুটা সুর নরম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কিনা তা নিয়ে আর মাথা ঘুমাতে চায় না তারা। সেই সিদ্ধান্ত পিসিবি ছেড়ে দিয়েছে বিসিসিআই ও আইসিসির হাতে। তবে ভারত না খেললে বড় লোকসান পড়বে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তাই শোনা যাচ্ছে ভারত কথা মতো এবারও হাইব্রিড মডেলেই আয়োজন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

তবে এর ফলে ভারতের ম্যাচ গুলো বাইরে আয়োজন করতে যে বাড়তি খরচ হবে, তা পিসিবিকে দিতে রাজি হয়েছে আইসিসি। গত ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত চারদিন ব্যাপী আইসিসির বার্ষিক বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবিকে বড় অংকের অর্থ অনুমোদন দেওয়ার বিষয় নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, টুর্নামেন্ট আয়োজন করতে পিসিবিকে ১২৮০ কোটি টাকা অনুমোদন দিয়েছে আইসিসি। মূলত, পাকিস্তানের যে তিনটি মাঠে (করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি) চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার পরিকল্পনা কাঠামোর উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে। পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজনে যে বাড়তি খরচ হবে তাও দিতে সম্মতি জানিয়েছে আইসিসি।

তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে ভারতের ম্যাচ গুলো লাহোরে রেখে যেই খসড়া সূচি আইসিসিকে দিয়েছিল পিসিবি, সেখানেও আসতে পারে পরিবর্তন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক বার্তা আসেনি ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে।

আরও পড়ুন: প্রায় দুই ঘন্টা পর গোল বাতিলে মরক্কোর কাছে হারল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট