Connect with us
ক্রিকেট

তবে কি ওয়ানডে দলে জায়গা না পেয়ে হতাশ তাইজুল?

তাইজুল ইসলাম ও তার পোস্ট। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম জানিয়েছিলেন ক্রিকেট বোর্ড চাইলে অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি। তবে সেই তাইজুল এবার আসন্ন ওয়ানডে সিরিজেই জায়গা পাননি দলে। আর তারপরেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট। তবে কি ওয়ানডে দলে জায়গা না পেয়েই হতাশ তাইজুল?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর গতকাল রাতে আফগানিস্তান সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের ঘোষিত এই দলে জায়গা পাননি মিরপুর টেস্টের পারফর্মার তাইজুল ইসলাম। এরপর নিজের ফেসবুকে এক রহস্যময় পোস্ট করেন এই স্পিনার।

আফগান সিরিজের জন্য দল ঘোষণার পরেই তাইজুল ইসলাম নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে কিছু ইমোজি পোস্ট করেন। যেখানে কোনো শব্দ না লিখে কেবল দুটি হাসির ইমোজি এবং তিনটি তালি দেওয়ার ইমোজি ব্যবহার করেছেন তিনি। যে পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

Taijul Islam post

তাইজুল ইসলামের পোস্ট।

অনেকে মনে করছেন ওয়ানডে দলে জায়গা না পেয়ে হতাশ হয়ে এরকম পোস্ট করেছেন তাইজুল ইসলাম। এছাড়া সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টেস্টে দারুন কিছু মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সাকিব আল হাসানের পর দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল।

আরও পড়ুন:

» মেয়েদের বিগ ব্যাশ লিগসহ আজকের খেলা (২ নভেম্বর ২৪)

» আরব আমিরাতকে হোয়াইটওয়াশের স্বাদ দিল বাংলার যুবারা

এছাড়া ঘরের মাঠে সাকিবকে টপকে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তিনি। মিরপুর টেস্টে দারুন পারফর্মের পর সাকিব আল হাসান ইস্যুতে কিছুটা নেতিবাচক ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এদিকে শান্ত অধিনায়কত্ব ছাড়বেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে তাইজুল বলেছিলেন, বোর্ড চাইলে তিনি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

তাছাড়া নিয়মিত পারফর্ম করেও দলে সঠিক মূল্যায়ন না পাওয়া এবং খুব একটা আলোচনায় না আশা নিয়েও হতাশা প্রকাশ করেছিলেন মিরপুর টেস্ট চলাকালীন সংবাদ সম্মেলনে। তাই সংযুক্ত আরব আমিরাতের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজে খেলার আশাই হয়তো করেছিলেন তাইজুল। তবে শেষ পর্যন্ত ওয়ানডে দলে জায়গা না পেয়েই বোধহয় কিছুটাও হতাশ তিনি!

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট