Connect with us
ফুটবল

আরবে গিয়ে হারল বাটলারের ‘নতুন’ নারী দল

Bangladesh vs UAE women football
বাংলাদেশ নারী দলের খেলা। ছবি- বাফুফে

সিনিয়র ফুটবলারদের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্বের পর বদলে গেছে নারী ফুটবল দলের চেহারা। জুনিয়র ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে দল। এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচেই আরব আমিরাতের কাছে পরাজিত হলো লাল-সবুজের প্রতিনিধিরা।

গতকাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত হয় খেলা। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ দল হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। সিনিয়র পর্যায়ে এবারই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছে নারী দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা আরব আমিরাতের তুলনায় পিছিয়ে আছে ১৮ ধাপ।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় স্বাগতিক দল। এর দুই মিনিট বাদেই আইরিনের শট পোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে আরব আমিরাত। এরপরেই পেনাল্টি থেকে এক গোল শোধ দেন অধিনায়ক আফিদা।

আরও পড়ুন:

» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (২৭ ফেব্রুয়ারি ২৫)

» চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডকে বিদায় করে আফগানদের ইতিহাস

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশ। উল্টো ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ গোলের লিড এনে দেন জর্জিয়া। এরপর হালিমা ও রিপার শট থেকে গোল মিস হলে হতাশা বাড়ে সফরকারীদের। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সাফ চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার হয়নি। এজন্য বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যায়নি। তবে ম্যাচের ফলাফল সমর্থকদের জন্য তুলে ধরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ম্যাচ হারলেও সিনিয়রদের বাইরে থাকা নতুন দলকে ভালোভাবেই বাজিয়ে দেখার সুযোগ পেয়েছেন বাটলার। আগামী ২ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। 

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল