Connect with us
ক্রিকেট

ম্যাচ হেরে কিছুদিন ক্রিকেটের বাইরে থাকতে চান বাটলার

জশ বাটলার। ছবি- ক্রিকইনফো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবার বিদায় নিশ্চিত হয়েছে গেল বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। গতকাল রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় ইংলিশদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন পরাজয়ে বেশ ইমোশনাল হওয়ার কথা জানান জশ বাটলার। কিছুদিনের জন্য ক্রিকেটের বাইরে থাকতে চান এই ইংলিশ অধিনায়ক।

গতকাল ম্যাচের শুরু থেকেই অনিশ্চয়তা জেকে বসেছিল গায়ানার আকাশে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ অনেকটা বিলম্বের পর হয়েছে শেষ। এদিন তো সেরে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৭১ রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং দাপটে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ব্যাটিং ইনিংস। হেতে ৬৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে বাটলার বলেন, ‘এটা খুবই হতাশার। ভারত আমাদের রীতিমতো উড়িয়ে দিয়েছে। এই জয়টা তাদেরই প্রাপ্য। আমাদের মনে হয়েছে তাদের স্কোর বেশি বড় হয়ে গিয়েছিল। এই উইকেটে আমাদের উচিত ছিল ভারতকে ১৪৫ কিংবা ৫০ এর মধ্যে আটকে দেওয়া। এখানে রান তাড়া করা সবসময়ই কঠিন ছিল।’

বিশ্বকাপের পর ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ব্যস্তসূচি। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অজিদের বিপক্ষে রয়েছে ইংলিশদের টানা সিরিজ। এই বিষয় মাথায় রেখে বাটলারের পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে কিছুটা সময় ক্রিকেটের বাইরে থাকার জন্য অপেক্ষা করছি। হারের পর ইমোশনাল হয়ে আছি। এখনই খুব বেশি চিন্তা করার প্রয়োজন দেখছি না। আমি শুধু খেলার বাইরে কিছুটা সময় কাটানোর কথা বলছি।’

সেমির উইকেট নিয়ে কথা বলার পাশাপাশি ফাইনাল ম্যাচ উপভোগ্য হওয়ার আশাও জানিয়েছেন বাটলার, ‘আসলে সবাই জানতো উইকেটটা কেমন হবে। ঐতিহ্যগত ভাবে এখানে খুব বেশি বাউন্স হয় না। ভারত আসলেই ভালো খেলেছে এবং উইকেট আমাদের তুলনায় ভালো পড়তে পেরেছিল। দুটো সেরা দলই ফাইনালে উঠেছে। খুব সম্ভবত অল্প মার্জিলে জয় পরাজয় নির্ধারিত হবে। ভালো একটা খেলা হবে আশা করি।’

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের সাফল্যের রহস্য জানালেন রোহিত

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট