মালদ্বীপে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের আতিথেয়তা নেবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলা শুরু হবে মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে। ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন হলেও ইতিবাচক ফল আশা করছেন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।
মালদ্বীপে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোন ম্যাচে জয় লাভ করতে পারেনি। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া এক ম্যাচে ক্লাব পর্যায়ের শীর্ষ দল বসুন্ধরা কিংসও সেখানে ভালো করতে পারেনি। ম্যাচটি যে কঠিন হবে তা জানিয়ে মালেতে ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের বলেন, ‘ম্যাচটির জন্য সব রকমের প্রস্তুতি আমরা নিয়েছি। পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকলেও কোন ভুল করলেই যে শাস্তি পাব তা আমরা জানি। তাই আমরা সতর্ক রয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা একে অপরকে চিনি। দুটি লেগই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছি। এ ম্যাচে এমন কিছু হয়ে যাবে না যাতে আগে থেকেই বলা যাবে প্লে অফে কে নিশ্চিত জিতবে। তাই মালদ্বীপ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে চাই। যাতে ঘরের মাঠে চাপমুক্ত থাকতে পারি।’
আরও পড়ুন: গাজার মানুষের প্রতি ঐতিহাসিক সেঞ্চুরি উৎসর্গ করলেন রিজওয়ান
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমকে/এসএ