Connect with us
ক্রিকেট

মুখোমুখি পরিসংখ্যানে অজিদের আধিপত্য ভাঙতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। ছবি- ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে শুরু হয়ে গেছে সুপার এইটের খেলা। এরই মধ্যে গ্রুপ পর্বের বাধা টপকে শেষ আটে উঠে গেছে বাংলাদেশ। আগামীকাল ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার এইট মিশন। ম্যাচের আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের মুখোমুখি পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেয়া যাক।

বিশ্বকাপে দুই দলের অতীত পরিসংখ্যানে বাংলাদেশের তুলনায় ঢের এগিয়ে আছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলেছে টাইগাররা। তবে এই বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই নিজেদের একক আধিপত্য ধরে রাখার লক্ষ্যেই আগামীকাল মাঠে নামবে অস্ট্রেলিয়া।

অবশ্য বিশ্বকাপের বাইরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বমোট ১০ দেখায় অস্ট্রেলিয়াকে ৪ বার হারিয়েছে বাংলাদেশ। মূলত ২০২১ সালে ঘরের মাঠে কন্ডিশনকে কাজে লাগিয়ে এই ম্যাচগুলো জিততেছিল টাইগাররা। এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে যে সকল ক্রিকেটার আছেন পারফরমেন্সের শীর্ষে :

সবচেয়ে বেশি রানসবচেয়ে বেশি উইকেট
সাকিব আল হাসান-২৫৭অ্যাডাম জাম্পা-১৩
মিচেল মার্শ-১৭৮সাকিব আল হাসান-১২
মাহমুদউল্লাহ রিয়াদ-১৬৪জস হ্যাজলউড-১০

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অবশ্য পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের অনেক কাছে গিয়েও ম্যাচ হারের স্বাদ পায় টাইগাররা। তবে পরের দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে নিজেদের জায়গা করে নিয়েছে শান্ত বাহিনী।

বিশ্বকাপে এখন পর্যন্ত বোলিং এবং ফিল্ডিং দুই বিভাগে দারুণ পারফরম্যান্স দেখালেও ব্যাট হাতে মলিন ছিল বাংলাদেশের ইনিংস। তাই সুপার এইটে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে টাইগাররা। সেমিতে পৌঁছাতে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেদের মেলে ধরতে হবে। সেই দিক বিবেচনায় রেখেই আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন: সুপার এইটে বাংলাদেশ ম্যাচে যারা থাকছেন আম্পায়ার

ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট