শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত সেই টেস্টে হারের ব্যবধানও বিশাল, ৩২৮ রান। তবে সিলেটের এই বড় হারের দুঃখ ভুলে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের জন্য আজ (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া ডাক পেয়েছেন হাসান মাহমুদ। এখনো টেস্টে অভিষেক হয়নি তার।
সাকিব দলে ফেরায় প্রথম টেস্টে ডাক পাওয়া তাওহীদ হৃদয় বাদ পড়েছেন।
প্রায় এক বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন সাকিব। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এই অলরাউন্ডার।
টেস্ট অভিজ্ঞতার খেলা। সিলেট টেস্টে এই অভিজ্ঞতাই ভুগিয়েছে বাংলাদেশকে। চোটের কারণে আগেই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। যার ফলে দলে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন মুমিনুল হক ও লিটন দাস। তবে মমিনুল ব্যাট হাতে কিছুটা ঝলক দেখালেও ব্যর্থ হয়েছেন লিটন দাস। যার ফলে ব্যাটিংয়ে অনেক ভুগতে হয়েছে টাইগারদের।
দ্বিতীয় টেস্টে সাকিবের অন্তর্ভুক্তি অনেকটা আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। তার মতো একজন অভিজ্ঞ সিনিয়রের দলে থাকাটা বিশেষ করে তরুণে ভরা বাংলাদেশ টেস্ট দলের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। আর সাকিবকে নিয়েই চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।
আগামী ৩০ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
১৫ সদস্যদের বাংলাদেশ দল (দ্বিতীয় টেস্ট)
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
আরও পড়ুন: ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে হারল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এমটি