চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সবশেষ দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে টাইগাররা। তাই সুপার এইটে যাওয়ার পথ সুগম করতে ডাচদের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্যে বেশ গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপে নিজেদের যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেন্ট ভিনসেন্টে অবস্থিত আর্নোস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের মত ডাচদেরও এটি তৃতীয় ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও নেপাল। শ্রীলঙ্কা নিজেদের খেলা তিন ম্যাচে জিততে পারেনি একটিও। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সঙ্গে হারার পাশাপাশি বৃষ্টিতে ভেসে গেছে তাদের নেপাল ম্যাচ।
এই গ্রুপ থেকে শেষ আটে যাওয়ার পথে বাংলাদেশের সবথেকে বড় বাধা ছিল শ্রীলঙ্কা। তবে তাদের ব্যর্থতায় বাংলাদেশের পথ হয়েছে অনেকটাই সহজ। এখন টাইগারদের প্রধান বাধা নেদারল্যান্ডসকেই বলা চলে। অপরদিকে শ্রীলঙ্কা ও নেপালের সুযোগ কাগজে কলমে একেবারেই শেষ। আজকের ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে টাইগারদের পরের রাউন্ডে যাওয়ার পথ হবে আরও মসৃণ।
‘ডি’ গ্রুপে খেলা দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে নেদারল্যান্ডস। চার এবং পাঁচ নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নেপালের পয়েন্ট ১।
টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি পরিসংখ্যানে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। এখন পর্যন্ত চার বার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে তিন বার জয় তুলে নিয়েছে টাইগাররা। ২০১৬ বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপেও জয় এসেছে। অবশ্য ২০১২ সালে তিন জাতি সিরিজে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
আজকের ম্যাচের ভেন্যু আর্নোস ভ্যালেতে প্রায় ১০ বছর যাবত মাঠে গড়ায়নি কোন আন্তর্জাতিক ম্যাচ। যদিও এই মাঠের উইকেট সম্পর্কে তেমন স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি, তবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির মতো হবে না আশা করছে সবাই। সবশেষে বলা চলে আজকের ম্যাচে যারা জিতবে, তারাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে জন্যে এগিয়ে যাবে।
আরও পড়ুন: শেষ দিকের ঝলকেও পারলো না নিউজিল্যান্ড, শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
ক্রিফোস্পোর্টস/১৩জুন২৪/এফএএস