বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বের খেলায় টানা চার জয় তুলে নিয়ে আসরের প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করে স্বাগতিকেরা। আজ বৃহস্পতিবার (৩০ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭ লোনাসহ ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।
ম্যাচের তৃতীয় মিনিটের মাথায়ই প্রথম লোনা তুলে নেয় স্বাগতিকেরা। এ সময়ে বাংলাদেশ ১০-১ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশের মিজান, আল আমিন, আরদু, রাজিবরা চেপে ধরলে দ্বিতীয় লোনার দেখা মেলে ম্যাচের ষষ্ঠ মিনিটে। এতে দুই দলের তখন ব্যবধান দাঁড়ায় ১৯-২ পয়েন্টে। এরপর ম্যাচের ১৪ মিনিটের মাথায় তৃতীয় লোনার দেখা পায় স্বাগতিক বাংলাদেশ। এ সময় পোলিশদের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান হয় ৩০-১০।
প্রথমার্ধে বলতে গেলে স্বাগতিকদের বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি পোল্যান্ড। উল্লেখ্য, চলতি আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি হিসেবে পোল্যান্ড টুর্নামেন্টে অংশ নিয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতেই চতুর্থ লোনার দেখা পায় আব্দুল আজিজের শিষ্যরা। দু’দলের তখন পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ৪১-১৫। ২৯ মিনিটে পঞ্চম লোনাসহ ৫১ পয়েন্ট সংগ্রহ করে স্বাগতিকেরা। পোলিশদের পয়েন্ট তখন ২১।
আরো পড়ুন : বিশ্বকাপে কোন দলের জার্সি সবচেয়ে আকর্ষণীয় হলো?
দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে গিয়ে ষষ্ঠ লোনা ও ৩৯ মিনিটে গিয়ে সপ্তম লোনার দেখা পায় বাংলাদেশ। পোলিশদের সাথে তখন আরদুজ্জামান মুন্সিদের পয়েন্টের ব্যবধান হয় ৭১-২৭। এই পয়েন্টের মধ্যে বাংলাদেশ অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি একাই ২৫ পয়েন্ট তুলে নিয়ে ম্যাচসেরা হন। আগামীকাল (৩১ মে) গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
ম্যাচ শেষে জয়ী দলের কোচ আব্দুল আজিজ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রাথমিক লক্ষ্য অর্জনে আমরা সফল হয়েছি। এত বড় জয়ে দল আরও আত্মবিশ্বাসী হয়েছে। আগামীকাল গ্রুপ পর্বে নেপালকেও হারাতে চাই আমরা। আশা করছি, আমরা নেপালকে হারিয়ে টানা পাঁচ জয় তুলে নিতে পারবো।’
ক্রিফোস্পোর্টস/৩০মে২৪/এমএস